চল তড়িৎ
  1. Question:তড়িৎ ক্ষমতা কাকে বলে? 

    Answer
    একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।

    1. Report
  2. Question:স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে কেন? 

    Answer
    স্ক্রু ড্রাইভার দ্বারা অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করা হয়। এসব যন্ত্রপাতিতে স্থির আধান বা তড়িৎ থাকতে পারে। সেক্ষেত্রে হাতল ধাতব পদার্থ দ্বারা তৈরি হলে ঐ আধান মানবদেহের মধ্য দিয়ে প্রবাহিত করে বৈদ্যুতিক শকের কারণ হতো। কিন্তু হাতল প্লাস্টিক জাতয়ি পদার্থ দ্বারা মোড়ানো থাকায় এবং প্লাস্টিক ভাল তড়িৎ অন্তরক হওয়ায় তড়িৎ মানবদেহে প্রবেশ করতে পারে না।

    1. Report
  3. Question:বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধনে কীরূপ বিপদ হতে পারে ব্যাখ্যা কর। 

    Answer
    বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধন হলে পরিবাহী তার উন্মুক্ত হয়ে যায়। এখন কোনোভাবে যদি জীবন্ত তার শরীরের সংস্পর্শে আসে তখন মারাত্মক বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে হয়। এছাড়া অন্তরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে শর্ট সার্কিটের সৃষ্টি হবে এবং অগ্নিকান্ড ঘটতে পারে।

    1. Report
  4. Question:বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টের উপাদান হিসেবে তামার পরিবর্তে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? 

    Answer
    বৈদ্যুতিক বাল্বে বিভবপার্থক্যের প্রয়োগে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন করা হয় তা পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তামা এবং টাংস্টেন উভয় উপাদান ব্যবহারে প্রয়োজনীয় তাপশক্তি উৎপন্ন করা সম্ভব। কিন্তু তামার তার ব্যবহারের সমস্যা হলো, এর গলনাঙ্ক কম হওয়ায় উক্ত প্রচন্ড তাপে সহজেই গলে যায়। তাই তামার পরিবর্তে অতি উচ্চ গলনাঙ্কের টাংস্টেনের তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়।

    1. Report
  5. Question:’বিভব পার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়ার সাথে ‘সমান্তরাল সংযোগ- শ্রেণি সংযোগ জোড়াটির সাদৃশ্য বা মিল ব্যাখ্যা কর। 

    Answer
    বিভব এবং প্রবাহ হলো তড়িৎ সংক্রান্ত দুটি রাশি। অপরদিকে, সমান্তরাল এবং শ্রেণি হলো বর্তনীর দু’ধরনের সংযোগ। সমান্তরাল সংযোগে সংযুক্ত রোধসমূহের দু’প্রান্তের বিভবপার্থক্য সমান থাকে এবং শ্রেণি সংযোগে সংযুক্ত রোধসমূহের মধ্য দিয়ে একই মানের তড়িৎপ্রবাহ চলে। এটিই হলো ‘বিভবপার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়াটির সাথে ‘সমান্তরাল সংযোগ-শ্রেণি সংযোগ’ জোড়াটির সাদৃশ্য বা মিল।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd