চল তড়িৎ
  1. Question:তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ পরিবাহরেক পরিবাহিতার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর। 

    Answer
    তাপমাত্রা বাড়ালে প্রায় সকল পরিবাহকেরই পরিবাহিতা হ্রাস পায় এবং রোধ বৃদ্ধি পায়। তবে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী ধাতুর তাপমাত্রা বাড়ালে এদের পরিবাহিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কার্বন অর্ধপরিবাহী না হলেও তাপমাত্রার সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায়।

    1. Report
  2. Question:এক ওহম কাকে বলে? 

    Answer
    কোনো পরিবহাীর দুপ্রান্তে 1v বিভব পার্থক্যে 1A তড়িৎ প্রবাহ চললে এর রোধকে এক ওহম বলে।

    1. Report
  3. Question:রোধের মাত্রা বের কর। 

    Answer
    আমরা জানি, বিভব পার্থক্যের মাত্রা = `ML^2T^(-3)I^(-1)`
    এবং তড়িৎ প্রবাহরে মাত্রা = I
    `.:` রোধের মাত্রা = বিভবের মাত্রা/প্রবাহরে মাত্রা = `(ML^2T^(-3)I^(-1))/I=`ML^3T^(-3)I^(-1)`

    1. Report
  4. Question:আপেক্ষিক রোধ কাকে বলে? 

    Answer
    কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট পরিবাহকের রোধকে আপেক্ষিক রোধ বলে।

    1. Report
  5. Question:তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধের কীরূপ পরিবর্তন হয়? 

    Answer
    তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহাীর রোধ বৃদ্ধি পায়।

    1. Report
  6. Question:আপেক্ষিক রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল আলোচনা কর। 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ঐ নির্দিষ্ট তাপমাত্রায় উক্ত পদার্থের আপেক্ষিক রোধ বলে। এথেকে দেখা যায় তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদানের আপেক্ষিক রোধ নির্দিষ্ট হয়। তাপমাত্রা বা উপাদান বা উভয়ই ভিন্ন হলে আপেক্ষিক রোধও ভিন্ন হয়। সুতরাং বলা যায় আপেক্ষিক রোধ তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভরশীল।

    1. Report
  7. Question:স্থির মানের রোধক কী? 

    Answer
    যে সকল রোধকের রোধের মান নির্দিষ্ট তাদেরকে স্থির মানের রোধক বলে?

    1. Report
  8. Question:লোড শেডিং বলতে কী বোঝ? 

    Answer
    কোনো নির্দিষ্ট এলাকর বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয় বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। একে লোড শেডিং বলে। আবার উপকেন্দ্র যখন প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী সরবরাহ পায় তখন পুনরাং ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।

    1. Report
  9. Question:রোধের সমান্তরাল সন্নিবেশ কাকে বলে? 

    Answer
    কতগুলো রোধ যদি এমনভাবে সাজানো থাকে যে এদের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটি রোধের দুই প্রান্তে একই বিভবান্তর বজায় থাকে তাহলে সেই সন্নিবেশকে রোধের সমান্তরাল সন্নিবেশ বলে।

    1. Report
  10. Question:তড়িৎ ক্ষমতাকে পরিবাহিত আধানের ভিত্তিতে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে প্রতি এক সময়ে (1s) যে পরিমাণ তড়িৎশক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎক্ষমতা বলে। V বিভবপার্থক্যে ছ পরিমাণ আধানকে স্থানান্তর করা হলে রূপান্তরিত শক্তির পরিমাণ = VQ এবং শক্তির এ রূপান্তরেঃ পরিমাণ সময় লাগলে তড়িৎ ক্ষমতা, P = VQ/t; এটিই হলো পরিবাহিত আধানের সাথে তড়িৎ ক্ষমতার সম্পর্ক।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd