Question:বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে কী হবে?
Answer
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
Question:বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে কী হবে?
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
Question:1 প্যাসকেল বলতে কী বোঝ?
চাপের একক প্যাসকেল। একক ক্ষেত্রফলের ওপর 1N বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে এক প্যাসকেল বলে।
Question:ব্যারোমিটার দ্বারা কী মাপা হয়?
ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ মাপা হয়।
Question:প্রবাহীর চাপ কী?
কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে।
Question:বল বৃদ্ধিকরণ নীতি কাকে বলে?
আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।
Question:স্থিতিস্থাপকতা কী?
বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।
Question:পদার্থের আণবিক তত্ত্বের মূল বিষয় ক/
পিদার্থের অণুগুলো গতিশীল অবস্থায় আছে, এই ধারণা ধরে নেওয়াই পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয়।
Question:স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
যার চেয়ে বেশি বল প্রয়োগ করলে বস্তু আর পূর্বের আকার ফিরে পায় না। বস্তুর ওপর প্রয়োগকৃত বলের এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে।
Question:স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?
হুকের সূত্রানুসারে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গূনাঙ্ক বলে।
Question:অণু কাকে বলে?
যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে।