পদার্থের অবস্থা ও চাপ
  1. Question:প্লাজমা কী? 

    Answer
    প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। এটি অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস।

    1. Report
  2. Question:পৃথিবীর পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ কত? 

    Answer
    পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ প্রায় `10^5N`

    1. Report
  3. Question:প্লাজমার প্রধান উৎস কী? 

    Answer
    প্লাজমার প্রধান উৎস হচ্ছে সূর্য।

    1. Report
  4. Question:বায়ুমন্ডলীয় চাপ কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমন্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের ওপর।

    1. Report
  5. Question:ঘনত্ব কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার ওপর নির্ভর করে।

    1. Report
  6. Question:‘হাটার সময় হাইহিল জুতা মাটিতে দেবে যায়, কিন্তু চ্যাপ্টা তলাওয়ালা জুতা দেবে যায় না’- এর কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    যেহেতু চাপ = বল/ক্ষেত্রফল। তাই প্রচন্ড চাপ সৃষ্টির জন্য অল্প ক্ষেত্রফলে অধিকতর বেশি চাপ প্রয়োগ করতে হয়। চ্যাপ্টা তলাওয়ালা জুতার তলার ক্ষেত্রফল হাইহিলের তুলনায় অনেক বেশি, তাই এখানে সৃষ্ট চাপের পরিমাণ অপেক্ষাকৃত কম বলে তা মাটিতে দেবে যায় না। পক্ষান্তরে, হাইহিলে উক্ত ব্যক্তির সম্পূর্ণ ওজন অতি সামান্য ক্ষেত্রফলে প্রযুক্ত হয় বলে প্রচন্ড চাপের সৃষ্টি হওয়ায় মাটিটে দেবে যায়।

    1. Report
  7. Question:মানুষ বায়ুমন্ডলের প্রচন্ড চাপ অনুভব না করার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    পৃথিবীপৃষ্ঠে এ বায়ুমন্ডলের চাপ প্রতি বর্গমিটারে প্রায় `10^5N`। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল `1.5xx10^5N` বল প্রয়োগ করে। তবে মানুষের শরীরের ভিতরে রক্তের চাপ বাইরের এই চাপ অপেক্ষা সামান্য বেশি বলে মানুষ সাধারণত বায়ুর এই চাপ অনুভব করে না।

    1. Report
  8. Question:টারসেলির শূন্যস্থান বলতে কী বোঝ? 

    Answer
    পারদ ব্যারোমিটারে কাচনলে যে পারদস্তম্ভ দাড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য থাকে। এই শূন্যস্থানকে টারসেলির শূন্যস্থান বলে। কিন্তু এটি প্রকৃতপক্ষে শূন্যস্থান নয়, এখানে সামান্য পারদ বাষ্প থাকে। পারদ ব্যারোমিটারে প্রাথমিক অবস্থায় পারদ স্তশ্বের উপরকার তলের উপর কোনোরূপ চাপ না থাকায় সামান্য পারদ বাষ্পীভূত হয়ে উক্ত স্থান দখল করে নেয়।

    1. Report
  9. Question:ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে আবহাওয়া সম্পর্কে কী পূর্বাভাস দেওয়া যায়- ব্যাখ্যা কর। 

    Answer
    যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমন্ডলের চাপ সহসা কমে গেছে এবং ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের ্সথান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে।

    1. Report
  10. Question:কোনো বস্তু যখন স্বাভাবিক অবস্থা হতে বিকৃত হয় তখন কী ঘটে- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো স্থিতিস্থাপক বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটি যখন স্বাভাবিক অবস্থা হতে বিকৃত হয় তখন বস্তুর অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। তার ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির প্রতিরোধ বলের উদ্ভব হয়। এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধাদানের চেষ্টা করে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd