স্থির তড়িৎ
  1. Question:আধান বলতে কী বোঝ? 

    Answer
    পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।

    1. Report
  2. Question:ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও। 

    Answer
    কোনো বস্তুর সাথে আরেকটি বস্তুর ঘর্ষণ হলে বা সংস্পর্শে আনা হলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তা অপর বস্তু হতে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ধনাত্মক আধানে আহিত হয়। এভাবে ঘর্ষণের ফলে  কোনো বস্তু আহিত হয়।

    1. Report
  3. Question:কুলম্বের সূত্রটি বিবৃত কর। 

    Answer
    কুলম্বের সূত্রটি হলো- নির্দিষ্ট মাধ্যম দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল আধানদ্বয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে।

    1. Report
  4. Question:তড়িৎ ক্ষেত্র কী? 

    Answer
    একটি আহিত বস্তু চারদিকে যে অঞ্চালব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে ঐ বস্তুর তড়িৎক্ষেত্র বলে।

    1. Report
  5. Question:স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের ভেতরে পানি নিরোধক পদার্থ ব্যভহৃত করা হয় কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের অভ্যন্তরে জলীয় বাষ্প থাকলে যন্ত্রের সুবেদিতা কমে যায়। পানি পোলার যৌগ হওয়ায় জলীয়বাষ্প পাতদ্বয়েরর সংস্পর্শে এসে পাতদ্বয়ের মধ্যকার ফাঁক পরিবর্তন করে দিতে পারে। এতে প্রকৃত চার্জের পরিমাণ সম্পর্কে ভুল ধাণা হতে পারে। তাই যন্ত্রের ভেতরে পানি শোষক পদার্থ `H_2SO_4` বা `C_aC1_2` একটি আলাদা পাত্রে রাখা হয়।

    1. Report
  6. Question:হারানো ভোল্ট কী? 

    Answer
    কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে শক্তি বা বিভব ব্যয় হয় তাকে হারানো ভোল্ট বলে।

    1. Report
  7. Question:ভোল্টমিটারকে বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত করার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। বর্তনীর যে দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে হয় সেই দুই প্রান্তে ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। াকরণ সিরিজে যুক্ত থাকলে এটি মূল তড়িৎপ্রবাহ বাধাগ্রস্ত করে বিভব পার্থক্যের মানের পরিবর্তন ঘটাবে।

    1. Report
  8. Question:বিভব কাকে বলে? 

    Answer
    অসীম দূরত্বের কোনো স্থান হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিদ্যুৎ একক ধনাত্মক চার্জ আনতে যে কাজ করতে হয় তা-ই হলো ঐ বিন্দুর বিভব।

    1. Report
  9. Question:সমধর্মী চার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমালে বা বাড়ালে এদের বিকর্ষণ বলের পরিবর্তন হবে কি? ব্যাখ্যা কর। 

    Answer
    সমধর্মী চার্জে চার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমালে বা বাড়ালে এদের বিকর্ষণ বলের পরিবর্তন ঘটবে।
    `q_1` ও `q_2` চার্জে চার্জিত বস্তুদ্বয় পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করলে এবং এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে,
    কুলম্বের সূত্রানুসারে, `F prop (q_1q_2)/d_2`
    `q_1, q_2` ধ্রুব থাকলে `F prop 1/d_2`
    সুতরাং দূরত্ব কমালে বিকর্ষণ বল (বর্গের ব্যাস্তানুপাতে) বাড়বে, দূরত্ব বাড়ালে বিকর্ষণ বল কমবে।

    1. Report
  10. Question:তড়িৎচালক শক্তি কী? 

    Answer
    কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎ শক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িৎচালক শক্তি বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd