স্থির তড়িৎ
  1. Question:’আবেশী ও আবিষ্ট আধান একটি অন্যটির বিপরীতধর্মী’ ব্যাখ্যা কর। 

    Answer
    আহিত বস্তু যে আধান তড়িৎ আবেশের মাধ্যমে পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে এবং তড়িৎ আবেশের ফলে কোনো পরিবাহকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে। আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আকর্ষণের কারণে আবিষ্ট বস্তুতে আধান সৃষ্টি হওয়ায় এবং পরস্পর বিপরীতধর্মী আধানের কারণে আকর্ষণ বলের সৃষ্টি হওয়ায় আবেশী ও আবিষ্ট আধান একটি অন্যটির বিপরীতধর্মী।

    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহ কাকে বলে? 

    Answer
    কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধানকে তড়িৎ প্রবাহ বলে।

    1. Report
  3. Question:রূপার আপেক্ষিক রোধ `1.6xx10^(-8)Omegam` বলতে কী বোঝায়? 

    Answer
    কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধকে ঐ পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে।
    সুতরাং রূপার আপেক্ষিক রোধ `1.6xx10^(-8)Omegam` বলতে বোঝায় রূপার 1m দৈর্ঘ্যের ও `1m^2` প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো অংশের রোধ হবে `1.6xx10^(-8)Omega`।

    1. Report
  4. Question:আবেশী আধান কাকে বলে? 

    Answer
    যে আধান কোনো অনাহিত পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে।

    1. Report
  5. Question:তড়িৎ বল উদাহরণসহ ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থিরতড়িৎ বল বলে। যেমন, একটি ধনাত্মক আধানে আহিত প্লাস্টিক দন্ডকে নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে একটি ঋণাত্মক আধানে আহিত পলিথিনের দন্ডকে এর নিকটে আনা হলে প্লাস্টিকের দন্ডটি পলিথিনের দন্ডের দিকে ঘুরে যাবে।  এ থেকে বুঝা যায়, আধান থাকার কারণে দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে যা তড়িৎ বল নামে পরিচিত।

    1. Report
  6. Question:তড়িৎ তীব্রতা কী রাশি? 

    Answer
    তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি।

    1. Report
  7. Question:তড়িৎধারক কীভাবে কাজ করে? 

    Answer
    েএকটি ব্যাটারিকে একটি তড়িৎধারকের দুটি আন্তরিত ধাতবপাতের সাথে সংযুক্ত করলে ব্যাটপারির ঋণাত্মক দন্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে েইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দন্ডে প্রবাহিত হয়, ফলে ঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়। তড়িৎধারকে েএভাবে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়।

    1. Report
  8. Question:তড়িৎ বলরেখা কাকে বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধানাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে।

    1. Report
  9. Question:তড়িৎক্ষেত্রের বিস্তৃতি ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো আধানের চারপাশে একটি এলাকা জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় যে এলাকার মধ্যে অন্য কোনো আধান স্থাপন করা হলে এর উপর একটি বল ক্রিয়া করে। এ এলাকাকে তড়িৎক্ষেত্র বলে।
    তাত্ত্বিকভাবে তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।

    1. Report
  10. Question:তড়িৎবীক্ষণ যন্ত্র কী? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে কোন বস্তু তড়িৎগ্রস্থ কিনা তা যাচাই করা যায় এবং তড়িৎগ্রস্থ বস্তুর চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd