Question:একটি বস্তু চার্জিত বা অচার্জিত তা তুমি কীভাবে পরখ করবে?- ব্যাখ্যা কর।
Answer
কোনো বস্তু চার্জিত কি-না জানতে বস্তুটিকে একটি রেশম সুতার সাহায্যে ঝুলিয়ে অপর েএকটি চার্জিত বস্তুকে বস্তুটির নিকট আনলে যদি আকর্ষণ ঘটে তবে বস্তুটি অচার্জিত বা বিপরীত চার্জে চার্জিত হতে পারে। কিন্তু যদি বিকর্ষণ ঘটে তবে বস্তুটি অবশ্যই সমজাতীয় চার্জে চার্জিত। বস্তুটি যদি ধনাত্মক ও ঋণাত্মক উভয় জাতীয় চার্জ দ্বারা আকর্ষিত হয় তবে বস্তুটি অচার্জিত।