ভৌত রাশি ও পরিমাপ
  1. Question:নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কীভাবে ব্যাখ্যা করা হয়? 

    Answer
    নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানের স্থান হচ্ছে ত্রিমাত্রিক এবং বিস্তৃত। স্থারেন কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ অসীম এর বিস্তৃতি স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায় অর্থাৎ স্থান নিরবচ্ছিন্ন। স্থানের যেকোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন। স্থান নিরপেক্ষ। স্থানের মধ্যে সব ঘটনা ঘটে এবং স্থানের বিস্তৃতির মধ্যেই সমস্ত বস্তুর অবস্থান কিন্তু স্থান কোনো বস্তু বা ঘটনা দ্বারা প্রভাবিত হয় না। স্থান যেমন বস্তু ও ঘটনা নিরপেক্ষ তেমনই সময় নিরপেক্ষ, ফলে কালের প্রবাহ স্থানকে বদলাতে পারে না।

    1. Report
  2. Question:এককের গুণিতক ও উপগুণিতক কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা কর। 

    Answer
    পদার্থ বিজ্ঞানের বহুসংখ্যক শূন্যযুক্ত মানসমূহ সাধারণভাবে লেখার সময় আমাদের সাবধান থাকতে হবে প্রতিক্ষেত্রে শূন্যের সংখ্যা ঠিকমত উল্লেখ করা হয়েছে কিনা। কিন্তু এই সংখ্যাটিকেই যদি আমরা এককের উপসর্গ ব্যভহার করে লিখি, তাহলে অনেক সুবিধাজনক, সংক্ষিপ্ত ও নির্ভুলভাবে লেখা সম্ভব হয়। যেমন: 0.00001m রাশিটিকে লেখা যেতে পারে 1um।

    1. Report
  3. Question:ভার্নিয়ার ধ্রুবক বলতে কী বোঝ- ব্যাখ্যা কর। 

    Answer
    স্লাইড ক্যাডলিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। যেমন, ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য = 0.9 মিমি এবং এক্ষেত্রে ভার্ণিয়ার ধ্রুবক, VC = 1 মিমি-0.9 মিমি = 0.1মিমি।

    1. Report
  4. Question:কোনো স্ক্রু-গজের লঘিষ্ঠ গণন 0.01 মিমি বলতে কী বোঝায়? 

    Answer
    কোনো স্ক্রু-গজের লঘিষ্ঠ গণন 0.01 মিমি বলতে বোঝায় এবং বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 মিমি পরিমাণ সরে আসে। এক্ষেত্রে যন্ত্রটির পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যার অনুপাতের মান 0.01 মিমি এর সমান।
    সুতরাং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হলে পিচের মান হবে = 100 x 0.01 মিমি = 1 মিমি।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd