ভৌত রাশি ও পরিমাপ
  1. Question:এককের এস আই পদ্ধতি বলতে কী বোঝ? 

    Answer
    বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের অন্য সারা বিশ্বে মাপজোখের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে। এ তাগিদ থেকে 1960 সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি।

    1. Report
  2. Question:SI পদ্ধতিতে দৈর্ঘের একক কী? 

    Answer
    SI পদ্ধতিতে দৈর্ঘের একক মিটার।

    1. Report
  3. Question:পরিমাপ কী? 

    Answer
    কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।

    1. Report
  4. Question:স্ক্রু গজের লঘিষ্ঠ গনন 0.01mm বলতে কী বোঝ? 

    Answer
    আমরা জানি, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গনন।
    সুতরাং কোনো স্ক্রুগজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বোঝায়, উক্ত স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রাপ্ত তথা স্ক্রুটি 0.01mm পরিমাণ সরে আসবে।

    1. Report
  5. Question:জূল একটি লব্ধ একক- ব্যাখ্যা কর। 

    Answer
    জূলে হলো কাজের একক এবং কাজ = বল x সরণ
                                        = ভর x ত্বরণ x সরণ
                                        = ভর x সরণ/সময়2 x সরণ
                                         ভর x সরণ২/সময়২
    সুতরাং জুল = ভরের একক x (সরণের একক)২/(সময়ের একক)২
                = কিলোগ্রাম x মিটার২/সময়২
    সুতরাং জুল এককটি একাধিক মৌলিক এককের উপর নির্ভর করে বলে এটি একটি লব্ধ একক।

    1. Report
  6. Question:সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহৃত হয়েছে? 

    Answer
    সময়ের একক নির্ধারণে সিজিয়াম- 135 পরমাণু ব্যবহৃত হয়েছে।

    1. Report
  7. Question:ভার্ণিয়ার স্কেল কী? 

    Answer
    মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের জন্যে মূল স্কেলের পাশে যে ছোট একটি সেক্ল ব্যভহার করা হয় সেটি হল ভার্ণিয়ার স্কেল।

    1. Report
  8. Question:কীভাবে বোঝা যায় স্ক্রুগজে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান? 

    Answer
    স্ক্রু গজের স্ক্রুর মাথা যখন স্থায়ী সমতল প্রান্ত বিশিষ্ট দন্ড স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগ যদি না মিলে তাহলে বোঝা যায় যে যন্ত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে।

    1. Report
  9. Question:স্লাইড ক্যালিপার্স কী? 

    Answer
    স্লাইড ক্যালিপার্স এক ধরনের পরিমাপের স্কেল যা দ্বারা ভার্ণিয়ার পদ্ধতিতে কোনো ব্সতু বা দন্ডেরি দৈর্ঘ্য সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব।

    1. Report
  10. Question:লঘিষ্ঠ গণন কিভাবে পাওয়া যায়? 

    Answer
    যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়।
    `:.` লঘিষ্ঠ গণন = পিচ/বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd