Question:পরিমাপের একক কাকে বলে?
Answer
পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির একক বলে।
Question:পরিমাপের একক কাকে বলে?
পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির একক বলে।
Question:মৌলিক ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা কর।
যে সকল একক স্বাধীন, অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাকে মৌলিক একক বলে। আর যে সকল একক মৌলিক এককের সমন্বয়ে গঠিত হয় তাকে লব্ধ একক বলে। মৌলিক রাশির একক মৌলিক একক এবং লব্ধ রাশির একক লব্ধ একক।
Question:পিচ ক?
স্ক্রিুগজের স্ক্রুকে একবার ঘুরালে এর রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে।
Question:প্রত্যেক রাশি পরিমাপে একটি একক নির্ধারণ প্রয়োজন কেন?
এ ভৌত জগতে পরিমাপযোগ্য যা কিছু সবই রাশি। আর প্রত্যেকটি ভৌত রাশিকে পরিমাপের জন্য একক নির্ধারণ অবশ্যই প্রয়োজন। কারণ- যদি বলা হয়, কোনো একটি বস্তুর দৈর্ঘ্য 10 তবে এটি দ্বারা বস্তুর সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না। প্রকৃত ধারণা পাওয়ার জন্য দৈর্ঘের সংখ্যাগত মানের পাশে একক ব্যবহার করতে হয়। যেমন একটি বস্তুর দৈর্ঘ্য 10 মিটার।
Question:ভার্ণিয়ার সমপাতন বলতে কী বোঝ?
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপের ক্ষেত্রে ভার্ণিয়ারের যে দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে থাকে বা কাছাকাছি থাকে ভার্ণিয়ার স্কেলের সেই দাগকে ভার্ণিয়ারে সমপাতন বলা হয়।
Question:লব্ধ রাশি কাকে বলে?
যে সকল রাশি মৌলিক বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে।
Question:রাশি বলতে কী বুঝায়?
এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন: দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
Question:মাত্রা বলতে কী বুঝ?
কোনো ভৈৗত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন- দৈর্ঘের মাত্রা L, ভরের মাত্রা M সময়ের মাত্রা T ইত্যাদি।
Question:নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব কী নিয়ে গঠিত?
নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত।
Question:এস.আই পদ্ধতিতে দৈর্ঘের একক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়?
শূন্য স্থানে আলো 1/299792458 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে দৈর্ঘের একক নির্ধারণে আদর্শ হিসেব ধরা হয়।