পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:সরণ কাকে বলে? 

    Answer
    পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো দির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।

    1. Report
  2. Question:সম-বেগে চলন্ত বস্তুর ত্বরণ নেই কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    সমবেগে চলন্ত বস্তুর বেগের মানের পরিবর্তন ঘটে না বলে বেগের পরিবর্তনের হার শূন্য হয়। এর কারণে ত্বরণও শূন্য হয়। অর্থাৎ `a=(v-u)/t=(v-v)/t`

    1. Report
  3. Question:সুষম দ্রুতি কী? 

    Answer
    কোনো ব্সতুর গতিকালে বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ বস্তুর দ্রুতিকে সূষম দ্রুতি বলে।

    1. Report
  4. Question:অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য লেখ। 

    Answer
    (ক) অতিক্রান্ত দূরত্ব: গতিশীল কণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথের দৈর্ঘ্য বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব।
    সরণ: একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তনই বস্তুর সরণ।
    (খ) অতিক্রান্ত দূরত্ব: অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে; দিক নেই। তাই এটি স্কেলার রাশি।
    সরণ: সরণের মান ও দিক উভয়ই আছে বলে এটি ভেক্টর রাশি।
    (গ) অতিক্রান্ত দূরত্ব: কোনো গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না।
    সরণ: কোনো গতিশীল কণার সরণ শূন্য হতে পারে।

    1. Report
  5. Question:দ্রুতি কী রাশি? 

    Answer
    দ্রুতি স্কেলার রাশি।

    1. Report
  6. Question:বেগ কাকে বলে? 

    Answer
    সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে।

    1. Report
  7. Question:সুষম ত্বরণ ব্যাখ্যা কর। 

    Answer
    যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার ধ্রুব হয় বা সর্বদা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমান একই থাকে তাহলে ঐ বস্তুর ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ।
    সুষম ত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। যদি একটি বস্তু মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় `9.8ms^(-2)` অর্থাৎ বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-2)` হারে বাড়তে থাকে।

    1. Report
  8. Question:কোন বস্তুর সরণের হারকে কী বলে? 

    Answer
    কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।

    1. Report
  9. Question:একটি পাকা আম বৃন্তচ্যুত হয়ে নিচে পড়তে থাকলে এর বেগের কোনো পরিবর্তন হবে কি?- ব্যাখ্যা কর। 

    Answer
    একটি পাকা আম যখন গাছের বৃন্তে থাকে তখন তা স্থির অবস্থায় থাকে তখন এতে বিভব শক্তি সঞ্চিত থাকে, কোনো গতি শক্তি থাকে না। যখন আমটি বৃন্তচ্যুত হয় তখন আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়ে অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে থাকে। যেহেতু আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়তে থাকে সেহেতু আমের বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-1)` হারে পরিবর্তিত হতে থাকে।

    1. Report
  10. Question:মন্দন কাকে বলে? 

    Answer
    সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দুন বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd