Question:সমমন্দনে চলন্ত একটি বস্তুর বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি ব্যাখ্যা কর।
Answer
গতিশীল কোন বস্তু চলতে চলতে হঠাৎ করে মন্দনের শিকার হলে বস্তুটির বেগ ক্রমেই কমে আসবে। এক পর্যায়ে বস্তুটির বেগ শূন্য হয়ে স্থির অবস্থায় আসবে। সুতরাং x অক্ষ বরাবর সময় (t) এবং Y অক্ষ বরাবর বেগ (v) অঙ্কন করলে লেখের প্রকৃতি একটি সরলরেখা হবে এবং তা নিম্নমুখী হবে।