পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:শ্রেণি এবং সমান্তরাল সমবায়ের পার্থক্য লেখ। 

    Answer
    শ্রেণি সমবায়ের ক্ষেত্রে সবগুলো উপকরণের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ চলে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তড়িৎ উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন প্রবাহ চলে।
    শ্রেণি সমবায়ে একটি মাত্র সুইচ দিয়ে সবগুলো তড়িৎ উপকরণ অন-অফ করা হয়। সমান্তরাল সমবায়ে অন-অফ করার উদ্দেশ্যে প্রতিটি তড়িৎ উপকরণের জন্য আলাদা সুইচ থাকে।
    শ্রেণি সমবায়ে একটি উপকরণ নষ্ট হয়ে গেলে বাকিগুলোও অফ হয়ে যায়। কিন্তু সমান্তরাল সমবায়ে একটি উপকরণ নষ্ট হয়ে গেলে বাকিগুলো স্বাধীনভাবে জ্বলতে সক্ষম।

    1. Report
  2. Question:কোনো পরিবহাীর মধ্য দিয়ে আধান প্রবাহকে কী বলে? 

    Answer
    কোনো পরিবাহীর মধ্য দি েযআধান প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে।

    1. Report
  3. Question:সিস্টেম লস বলতে কী বোঝায়? 

    Answer
    বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ শক্তি পরিবহাী তারের সাহায্যে প্রথমে সাব-স্টেশনে এবং সেখান থেকে গ্রাহক পর্যায়ে বিতরণ করা হয়। বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয় েএরও কিছু পরিমাণ রোধ আছে। ফলে কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপে রূপান্তরিত হয়। এ কারণে গ্রাহক পর্যায়ে প্রাপ্ত বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ শক্তি অপেক্ষা কম হয়। অর্থাৎ বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ শক্তি অপেক্ষা কম হয়। অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালনের সময় পরিবাহী তারে যে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাকে সিস্টেম লস বলে।

    1. Report
  4. Question:তড়িচ্চালক শক্তির এস আই একক কী? 

    Answer
    তড়িচ্চালক শক্তির এসআই একক ভোল্ট।

    1. Report
  5. Question:কী কী কারণে তড়িৎ ব্যবহার বিপজ্জনক হতে পারে? 

    Answer
    তড়িৎ শক্তির ব্যবহার নিম্নবর্ণিত তিনটি কারণে বিপজ্জনক হতে পারে।
    ১. অন্তরকের ক্ষতি সাধান;
    ২. ক্যাবলের অতি উত্তপ্ত হওয়া;
    ৩. আর্দ্র অবস্থা।

    1. Report
  6. Question:কত কিলো ওয়াট ঘন্টা সমান এক ইউনিট? 

    Answer
    এক কিলোওয়াট ঘন্টা সমান এক ইউনিট।

    1. Report
  7. Question:স্থির ও পরিবর্তী রোধক কাকে বলে? 

    Answer
    স্থির রোধক: যে সকল রোধকের রোধের মান নির্দিষ্ট তারেদকে স্থির মানের রোধক বলে।
    পরিবর্তী রোধক: যে সকল রোধের মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায় তাদেরকে পরিবর্তী রোধক বা রিওস্টেট বলা হয়।

    1. Report
  8. Question:রোধের প্রস্থচ্ছেদের সূত্রটি বিবৃত কর। 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহকের রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।

    1. Report
  9. Question:তড়িৎচ্চালক শক্তি এবং বিভিব পার্থক্যের মধ্যে তুলনা কর। 

    Answer
    ’তড়িচ্চালক শক্তি’ কথাটি কোষের সাথে জড়িত, অপর পক্ষে বিভব পার্থক্য হয় তড়িৎক্ষেত্রের বা বৈদ্যুতিক বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যকার। তড়িচ্চালকর্ শক্তি এবং বিভবপার্থক্য উভয়ের একক একই (V)। তবে প্রকৃতপক্ষে তড়িচ্চালক শক্তি হলো IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষেকে যে পরিমাণ কাজ করতে হয় এবং বিভব পার্থক্য সর্বদা তড়িচ্চালক শক্তি অপেক্ষা ক্ষুদ্রতর মানের হয়।

    1. Report
  10. Question:বিভবের গুণগত সংজ্ঞা দাও। 

    Answer
    বিভব হল একটি তড়িৎগ্রস্থ বস্তুর তাড়িতিক অবস্থা যাকে কোন পরিবাহী তার দ্বারা অপর কোন বস্তুর সাথে যুক্ত করলে এটি আধান দেবে না নেবে তা নির্ধারণ করে তাকে বিভব বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd