পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তড়িতের সিস্টেম লস কীভাবে হয়? 

    Answer
    বিদ্যুৎ সঞ্চালনের জন্য যেসকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের কিছু পরিমাণ রোধ থাকে। ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎশক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয়। তড়িৎশক্তির এরূপ ক্ষয় বা লসই হলো সিস্টেম লস।

    1. Report
  2. Question:অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। 

    Answer
    কোনো পরিবাহীর যে কোনো প্রস্তথচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব আধান সুষমভাবে প্রবাহিত হলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে।

    1. Report
  3. Question:একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে কী বোঝায়? 

    Answer
    একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে বোঝায় ড্রাইসেলটি বর্তনীতে যুক্ত অবস্থায় এক কুলম্ব ধনাত্মক আধান সেলসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে 1.5J কাজ সম্পন্ন হয় বা সেলটির 1.5J শক্তি ব্যয় হয়।

    1. Report
  4. Question:রোধের দৈর্ঘ্যের সূত্রটি লিখ। 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক।

    1. Report
  5. Question:পরিবাহির রোধ `12 Omega` বলতে কী বোঝায়? 

    Answer
    আমরা জানি, কোনো পরিবাহীর রোধ হচ্ছে এর দু’প্রান্তে প্রযুক্ত বিভব ও এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত। সুতরাং পরিবাহির রোধ `12 Omega` বলতে বোঝায়- পরিবহাীর দু’প্রান্তে প্রযুক্ত বিভব ও এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত হবে 12।

    1. Report
  6. Question:রোধ কি? 

    Answer
    পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বাধাগ্রস্থ হয় তাকে রোধ বলে।

    1. Report
  7. Question:রোধ ও আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্য লিখ। 

    Answer
    রোধ ও আপেক্ষিক রোধের মধ্যকার পার্থক্য:
    ১. রোধ: পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে রোধ বলে।
    আঃরোধ: নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহকের রোধকে ঐ পরিবাহকের আপেক্ষিক রোধ বলে।
    ২. রোধ: রোধের একক `Omega` (ওহম)।
    আঃরো: আপেক্ষিক রোধের একক `Omegam` (ওহম মিটার)।
    ৩. রোধ: তাপমাত্রা ও উপাদান নির্দিষ্ট থাকলে পরিবহাকের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়।
    আঃরোধ: তাপমাত্রা ও উপাদান নির্দিষ্ট হলে দৈর্ঘ্য বাড়ালে পরিবাহকের আপেক্ষিক রোধ হ্রাস পায়।

    1. Report
  8. Question:তড়িৎ প্রবাহ কী? 

    Answer
    কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে, তা-ই হলো তড়িৎ প্রবাহ।

    1. Report
  9. Question:`1Omegam` বলতে কী বোঝ? 

    Answer
    `1Omegam` দ্বারা কোনো পদার্থের আপপেক্ষিক রোধ বুঝায় যে- নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের 1m দীর্ঘ এবং `1m^2` প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট খন্ডের রোধ `1Omega`।

    1. Report
  10. Question:ফিউজ কাকে বলে? 

    Answer
    তড়িৎ বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ রোধ করার জন্য যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফিউজ বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd