Question:নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়?
Answer
নিউটনের ১ম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়।
Question:নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়?
নিউটনের ১ম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়।
Question:ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব- স্বপক্ষে যুক্তি দাও।
ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আপাতদৃষ্টিতে মনে হয় ঘর্ষণের কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘর্ষণ না থাকলে কোনো বস্তু একই বাঁধাহীন পথে অবিরাম চলতে থাকত। আবার ঘর্ষণ না থাকলে আমরা হাটতে পারতাম না, পিছলে যেতাম। কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকতো না। দড়িতে কোনো গিরো দেওয়া সম্ভব হতো না। কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না। অর্থাৎ ঘর্ষণ না থাকলে আমরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতাম। সুত্ররাং ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব।
Question:নিউটনের তৃতীয় সূত্রটি লেখ।
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
Question:স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর।
বাহ্যিক বল প্রয়োগ ব্যতিরেকে স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার ধর্মকে স্থিতি জড়তা বলে। অপর দিকে, গতিশীল বস্তুর সুষম গতিতে একই দিকে চলতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলা হয়। সুতরাং স্থিতি জড়তা থাকে স্থির বস্তুসমূহের এবং গতি জড়তা থাকে গতিশীল বস্তুসমূহে।
Question:ভরবেগ কী রাশি?
ভরবেগ ভেক্টর রাশি।
Question:ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন?
যখন দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযু্ক্ত হয়, অর্থাৎ প্রয়োগবিন্দু একই হয়, তখন সাম্য প্রতিষ্ঠা করতে পারে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সব সময় দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে, কখনই একই বস্তুর ওপর ক্রিয়া করে না। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না।
Question:বলের ঘাত কাকে বলে?
বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।
Question:মহাকর্ষ বল িএকটি অস্পর্শ বল বুঝিয়ে লিখ।
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই বলের জন্যে স্পর্শের প্রয়োজন হয় না। যেমন সৌরজগতের গ্রহগুলো স্পর্শ ছাড়া সুর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই মসহাকর্ষ বল অস্পর্শ বল।
Question:আবর্ত ঘর্ষণ কাকে বলে?
যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
Question:লুব্রিকেন্ট যন্ত্রপাতিকে কীভাবে ভাল রাখে?
তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বলে। কোন যন্ত্রাংশের মধ্যবর্তীস্থানে লুব্রিকেন্ট ব্যবহার করলে তলগুলোর মধ্যে ঘর্ষণের পরিমান কমে যায়। ফলে যন্ত্রপাতি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং স্থায়ীত্ব বেড়ে যায়।