পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:নিম্নধাপী ট্রান্সফর্মারের বৈশিষ্ট্য লিখ। 

    Answer
    নিম্নধাপী প্রান্সফর্মারের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো-
    ১. নিম্নধাপী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে গৌণকুন্ডলী অপেক্ষা পাক সংখ্যা বেশি থাকে।
    ২. এই ট্রান্সফর্মারের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে পর্যাবৃত্ত নিম্নবিভবে রূপান্তর করা হয়।
    ৩. শক্তির নিত্যতার সূত্রানুসারে মুখ্য কুন্ডলী অপেক্ষা গৌণ কুন্ডলীতে বিদ্যুৎ প্রবাহ বেশি পাওয়া যায়।






    1. Report
  2. Question:বাসাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেবার পূর্বে কোন ট্রান্সফর্মার ব্যবহৃত হয়? 

    Answer
    বাসাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেবার পূর্বে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।






    1. Report
  3. Question:এসি ও ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য লিখ। 

    Answer
    একটি এ.সি. ও ডি.সি. ডায়নামোর মধ্যে নিম্নরূপ পার্থক্য পরিলক্ষিত হয়।
    ১. এসি ডায়নামো: যান্ত্রিক শক্তিকে পরিবর্তী বা পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহে রূপান্তর করে।
    ডিসি. ডায়নামো: যান্ত্রিক শক্তিকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তর করে।
    ২. এসি ডায়নামো: কুন্ডলীর দু প্রান্তে দুটি স্লিপ রিং থাকে।
    ডিসি ডায়নামো: কু্ন্ডলীর দু প্রান্তে দুটি অর্ধবৃত্তাকার তামার পাত থাকে। একে কম্যুটেটর বলে।
    ৩. এসি ডায়নামো: সময়ের সাথে দিক পরিবর্তন করে।
    ডিসি ডায়নামো: উৎপন্ন বিদ্যুৎ সময়ের সাথে দিক পরিবর্তন করে না।






    1. Report
  4. Question:কে আবিষ্কার করেন যে তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র জড়িত? 

    Answer
    ওয়েরস্টেড আবিষ্কার করেন যে তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র জড়িত।






    1. Report
  5. Question:যেকোনো ট্রান্সফর্মারের ক্ষমতার পরিমাণ সর্বদা ধ্রুব থাকে কেন? 

    Answer
    আমরা জানি, যে কোনো ট্রান্সফর্মার যে অনুপাতে ভোল্টেজ কমায় ঠিক সে অনুপাতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। কোনো ট্রান্সফর্মারে ক্ষমতা p হলে আমরা পাই P = VI।
    এখানে V = ট্রান্সফর্মারের কোনো একটি কুন্ডলীর ভোল্টেজ এবং I = সংশ্লিষ্ট কুন্ডলীর তড়িৎ প্রবাহ। তাই VI গুণফলটি সর্বদা ধ্রুব থাকে বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে ট্রান্সফর্মারের ক্ষমতার পরিমাণ সর্বদা ধ্রুব থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd