পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:কোনো বস্তুর বিভব শক্তি 1175J বলতে কী বোঝ? 

    Answer
    ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তুর বিভবশক্তি 1175J বলতে বোঝায় ভূপৃষ্ঠ হতে বস্তুটিকে এর অভিকর্ষের বিরুদ্ধে বল প্রয়োগ করে উক্ত উচ্চতায় তুলতে 1175J পরিমাণ কাজ করতে হয়েছে এবং উক্ত কাজ এখন এর মধ্যে বিভবশক্তি রূপে সঞ্চিত রয়েছে। ফলে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে মাটিতে নেমে আসা পর্যন্ত এটি 1175J পরিমাণ কাজ করতে পারবে বা 1175J পরিমাণ গতিশীক্ত অর্জন করবে।

    1. Report
  2. Question:যান্ত্রিক শক্তি কাকে বলে? 

    Answer
    কোনো বসতউর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।

    1. Report
  3. Question:`Js^(-1)` কিসের একক। 

    Answer
    `Js^(-1)` ক্ষমতার একক।

    1. Report
  4. Question:বস্তুর অভিকর্ষজ বিভবশক্তি এর উচ্চতার উপর কীরূপে নির্ভর করে ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা জানি, অভিকর্ষজ বিভবশক্তি, `E_p=mgh`
    = ভর x অভিকর্ষঝ ত্বরণ x উচ্চতা
    নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ভরের বসতউর জন্য mg রাশিটি ধ্রুবক, সুতরাং এক্ষেত্রে, `E_p prop h;` সুতরাং ভূপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় অভিকর্ষজ বিভবশক্তির পরিমাণ তত বাড়তে থাকে।

    1. Report
  5. Question:কাজ কী রাশি? 

    Answer
    কাজ স্কেলার রাশি।

    1. Report
  6. Question:যান্ত্রিক শক্তি কীভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে? 

    Answer
    যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হওয়া এর উদাহরণ। কলমকে খালি মুখে ফুঁ দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পানি যখন পাহাড় পর্বতের উ;পরে থাকে তখন তাতে বিভব শক্তি সঞ্চিত থাকে। এই পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন বিভব শক্তি গতিশীক্ততে পরিণত হয়। এই পানি প্রবাহের সাহায্যে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এভাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

    1. Report
  7. Question:এক সেকেন্ড এর জুল শক্তি রূপান্তরের হারকে কী বলে? 

    Answer
    েএক সেকেন্ডে এক জুল শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে।

    1. Report
  8. Question:কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কী বোঝ? 

    Answer
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বুঝায়, যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় এটি সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বুঝায়, ঐ যন্ত্রে প্রদত্ত মোট শক্তির শতকরা 70 ভাগ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় এবং বাকি 30 ভাগের অপচয় ঘটে।

    1. Report
  9. Question:কোনো দৌড়বিদের গতিশক্তি 1715J বলতে কী বোঝ? 

    Answer
    একজন দৌড়বিদের গতিশক্তি 1715J  বলতে বোঝায়, স্থির অবস্থা হতে উক্ত শক্তিতে গতিশীল হতে তিনি 1715J  পরিমাণ কাজ করেছেন বা 1715J  পরিমাণ রাসায়নিক শক্তিকে রূপান্তর করেছেন এবং থেমে যাওয়ার আগে তিনি 1715J  কাজ করতে সক্ষম।

    1. Report
  10. Question:বলের দ্বারা কাজ কাকে বলে? 

    Answer
    বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd