পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:শক্তির অন্যতম উৎস কী? 

    Answer
    শক্তির অন্যতম উৎস খনিজ তেল বা পেট্রোলিয়াম।

    1. Report
  2. Question:জলবিদ্যুৎ কী? 

    Answer
    পানির প্রবাহ বা সোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ।

    1. Report
  3. Question:শক্তির প্রচলিত উৎসসমূহের মধ্যে বেশিরভাগই অনবায়ন যোগ্য ব্যাখ্যা কর। 

    Answer
    শক্তির প্রচলিত উৎসসমূহের অধিকাংশই হলো জীবাশ্মা জ্বালানি। এগুলো একবার ব্যবহার করে ফেললে তাপ ও কার্বন-ডাই-অক্সাইড রূপে পরিবেশে মিশে যায় এবং পুনরায় ফেরত আনা সম্ভব নয়। এ জ্বালানি গুলো দ্রুত ফুরিয়ে যায় এবং বারবার চক্রাকারে ব্যবহার করা যায় না বলে এগুলোকে অনবায়নযোগ্য বলা হয়। লক্ষ করি, দৈনন্দিন জীবনে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালনা হতে শুরু করে সর্বক্ষেত্রেই প্রধানত জীবাশ্মা জ্বালানি ব্যবহার করা হয়। সুতরাং শক্তির প্রচলিত উৎসমূহের বেশির ভাগিই অনবায়নযোগ্য।

    1. Report
  4. Question:বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কি কখনো 100% বা এর চেয়ে বেশি হতে পারে? ব্যাখ্যা কর। 

    Answer
    বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কখনোই 100% বা এর চেয়ে বেশি হতে পারে না। কারণ কোনো যন্ত্রে মোট যে শক্তি প্রদান করা হয় তার কিছু অংশই কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকি অংশ অন্যান্যভাবে ব্যয়িত হয়। তাই কর্মদক্ষতা কখনোই 1 হতে পারবে না। অর্থাৎ 100% বা এর চেয়ে বেশি হতে পারবে না।

    1. Report
  5. Question:বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 

    Answer
    বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

    1. Report
  6. Question:কোথায় নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? 

    Answer
    নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।

    1. Report
  7. Question:কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্মা জ্বালানী বলা হয় কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    জীবদেহের অর্থাৎ প্রাণীদেহ এবং উদ্ভিদদেহের অংশবিশেশ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাই এগুলোকে জীবাশ্মা জ্বালানি বলা হয়। এক্ষেত্রে মাটির পুরু স্তরের চাপ জনিত শক্তি এবং গলিত লাভা বা ম্যাগমার তাপশক্তি রূপান্তরিত হয়ে ঐ সকল জ্বালানি সমূহের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।

    1. Report
  8. Question:ঋণাত্মক কাজ কাকে বলে? 

    Answer
    যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে।

    1. Report
  9. Question:কোনো বস্তুর বিভব শক্তি 50J বলতে কী বুঝায়? 

    Answer
    কোনো বস্তুর বিভ শক্তি 50J বলতে বুঝায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি উপর থেকে নিচে নেমে আসতে 50J কাজ করতে পারে।

    1. Report
  10. Question:ওজনহীনতা বলতে কি বুঝ? 

    Answer
    কোনো ব্যক্তির ওপর যদি তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল ক্রিয়া না করে তবে ঐ ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করবেন। এরূপ অনুভূতিকে ওজনহীনতা বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd