পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? 

    Answer
    গাণিতিক হিসাব থেকে দেখানো যায় যে, ভূপৃষ্ঠে থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্ে র‌্যেণর মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ, বস্তুর ওজন শূন্য হবে।

    1. Report
  2. Question:শক্তি কাকে বলে? 

    Answer
    কোন ব্যক্তি, বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

    1. Report
  3. Question:ওজন কী? 

    Answer
    কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।

    1. Report
  4. Question:ভর ও ওজনের দুইটি পার্থক্য লিখ। 

    Answer
    (ক) বস্তুর ভর: ভর হল বস্তুর ভেতরের মোট পদার্থের পরিমাণ।
    বস্তুর ওজন: ওজন হল বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল।
    (খ) বস্তুর ভর: বস্তুর ভর একটি ধ্রুব রাশি। এর কোনো পরিবর্তন হয় না।
    বস্তুর ওজন: বস্তুর ওজন স্থানভেদে পরিবর্তিত হয়।

    1. Report
  5. Question:ক্ষমতার একক ক? 

    Answer
    ক্ষিমতার একক ওয়াট।

    1. Report
  6. Question:কোন যন্ত্রের কর্মদক্ষতা 75% বলতে কি বুঝায়? 

    Answer
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়অ যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বুঝায়। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 75% বলতে বুঝায়, যদি এই যন্ত্রে 100J শক্তি দেওয়া হয়, তাহলে যন্ত্রটি থেকে লব্য কার্যকর শক্তি 75J হবে।

    1. Report
  7. Question:সুষম বেগ কাকে বলে? 

    Answer
    যখন একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে সুষম বেগ বলে।

    1. Report
  8. Question:অভিকর্ষঝ বিভবশক্তির সংজ্ঞা দাও। 

    Answer
    অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভবশক্তি বলে।

    1. Report
  9. Question:কোনো বস্তুর বিভবশক্তি 50J বলতে কী বোঝায়? 

    Answer
    বিভবশক্তির ক্ষেত্রে কৃতকাজই হচ্ছে বস্তুর ওজন  ও উচ্চতার গুণফলের সামন। কোনো বস্তুর বিভশক্তি 50J বলতে বোঝায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি ভূ-পৃষ্ঠে নেমে আসতে 50J কাজ করতে পারবে।

    1. Report
  10. Question:বিভব শক্তি কী? 

    Answer
    স্বাভাবিক অবস্থা বা অবস্থান হতে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তুটি কাজ করবে যে সামর্থ্য অর্জন করে তাই বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি `E_p = mgh`

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd