পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? 

    Answer
    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।

    1. Report
  2. Question:তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী? 

    Answer
    তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা।

    1. Report
  3. Question:সৌরশক্তি কী? 

    Answer
    সূর্য থেকে যে শক্তি পাওয়অ যায় তাকে বলে সৌরশক্তি।

    1. Report
  4. Question:নিউক্লীয় ফিশন কী? 

    Answer
    নিউক্লীয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লীয় ফিশন।

    1. Report
  5. Question:ক্ষমতার একক কী? 

    Answer
    ক্ষমতার একক ওয়াট।

    1. Report
  6. Question:এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? 

    Answer
    এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট।

    1. Report
  7. Question:সঞ্চয়ক কোষে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? 

    Answer
    সঞ্চয়ক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

    1. Report
  8. Question:বিভব শক্তি কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    বিভব শক্তি বস্তুর ভর ও উচ্চতার ওপর নির্ভর করে।

    1. Report
  9. Question:জুল কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।

    1. Report
  10. Question:স্প্রিংকে সংকুচিত করলে এটি কী ধরনের শক্তি অর্জন করে- ব্যাখ্যা কর। 

    Answer
    স্প্রিংকে সংকুচিত করলে এটি স্বাভাবিক অবস্থা হতে পরিবর্তিত অবস্থায় আসে এবং এ পরিবর্তনের ফলে এটি বিভবশক্তি অর্জন করে। এ শক্তি পরিবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে বা এ শক্তির দ্বারা স্প্রিংটি সমপরিমাণ কাজ ও করতে সক্ষম।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd