Question:কেলভিন কাকে বলে?
Answer
পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।
Question:কেলভিন কাকে বলে?
পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।
Question:তাপমাত্রিক ধর্ম কাকে বলে?
তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজে ও সুক্ষ্মভাবে তাপ মাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকেই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে।
Question:স্থিরাঙ্ক কাকে বলে?
তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। েএই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে।
Question:হিমাঙ্ক কী?
প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় বা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয় তাকে হিমাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক বলে।
Question:বাষ্প বিন্দু কাকে বলে?
প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পবিন্দু বা স্ফুটনাঙ্ক বলে।
Question:তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ক্ষেত্রে মৌলিক ব্যবধান কী?
তাপমাত্রা পরিমাপক যন্ত্রের স্থিরাঙ্ক দুটির মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে।
Question:পদার্থের অভ্যন্তরীন শক্তি কাকে বলে?
পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তিবলে।
Question:দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে?
কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে।
Question:ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?
`1m^2` ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্তের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ।
Question:কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে?
কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে আয়তন প্রসারণ বলে।