পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    `1m^2` ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় যে, `1m^2` ক্ষেত্রফলের কোনো ইস্পাত খন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল `22xx10^(-6)m(2)` বৃদ্ধি পায়।

    1. Report
  2. Question:তামার আয়তন প্রসারণ সহগ `50.1xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    `1m^3` আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে আয়তন কতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। তামার আয়তন প্রসারণ সহগ `50.1xx10^(-6)K^(-1)` বলতে বুঝায়, `1m^3` আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন `50.1xx10^(-6)m(2)` বৃদ্ধি পাবে।

    1. Report
  3. Question:সুপ্ততাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না- কেন? 

    Answer
    যেকোনো তাপের পরিবর্তনের ফলে পদার্থের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটে এবং অন্তঃস্থ শক্তি হলো পদার্থের অণুসমূহের গতিশক্তি এবং বিভবশক্তির যোগফলের সমান। সুপ্ততাপ গ্রহণ বা বর্জনকালে কেবল অণুসমূহের বিভবশক্তির পরিবর্তন ঘটায়, কিন্তু গতিশক্তির পরিবর্তন ঘটাতে পারে না। তাই সুপ্ততাপ কেবল পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না।

    1. Report
  4. Question:গলনাঙ্কেরর উপর চাপের প্রভাব বর্ণনা কর। 

    Answer
    পদার্থের ওপর চাপের হ্রাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্কের পরিবর্তন দুই ভাগে হতে পারে। যেমন, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায়, তাপ বাড়লে তাদের গলনাঙ্কত কমে যায় অর্থাৎ কম তাপমাত্রায় গলে। অপর দিকে, কঠিন থেকে করলে রূপান্তরের সময় যে সব পদার্থের আয়তন বেড়ে যায়, চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায় অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে।

    1. Report
  5. Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `100JK^(-1)` বলতে কী বোঝায়? 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে। সুতরাং কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `100JK^(-1)` বলতে বুঝায়, ঐ বস্তুটির তাপমাত্রা 1K বাড়াতে 100J পরিমাণ তাপের প্রয়োজন হয়।

    1. Report
  6. Question:আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার সম্পর্ক ব্যাখ্যা কর। 

    Answer
    যদি m ভরের কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S হয়, তবে একক ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে S জুল তাপের প্রয়োজন হয়। সুতরাং সম্পূর্ণ বস্তুটির তাপমাত্রা 1K বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ = mS; সংজ্ঞানুসারে, এটাই বস্তুর তাপ ধারণক্ষমতা। 
    অতএব, তাপ ধারণক্ষমতা C = mS জুল।
    বা, তাপধারণ ক্ষমতা = ভর x আপেক্ষিক তাপ
    সুতরাং আপেক্ষিক তাপ = তাপধারণ ক্ষমতা/ভর

    1. Report
  7. Question:ক্যালরিমিতির মূলনীতি ব্যাখ্যা কর। 

    Answer
    যদি গ্রহণ ও বর্জনের সময় কোনো তপ নষ্ট না হয়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ। এটাই ক্যালরিমিতির মূলনীতি।

    1. Report
  8. Question:গলনাঙ্কের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা কর। 

    Answer
    গলন হলো কঠিন হতে তরল অবস্থায় রূপান্তর। বরফ যখন গলে তখন আয়তনে হ্রাস পায়। যেহেতু চাপ বাড়ালে পদার্থ আয়তনে সংকুচিত হয়, তাই বরফের ওপর চাপ বাড়ালে এর গলন সহজতর হয় বলে গলনাঙ্ক হ্রাস পায়। যেমন- স্বাভাবিক চাপে বরফ `0^0C` তাপমাত্রায় গললে ও উপযুক্ত চাপে এর গলনাঙ্ক হ্রাস পেয়ে- `2^0C` এ উপনীত হতে পারে।

    1. Report
  9. Question:দেহ থেকে ঘাম বের হলে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয় কেন ? 

    Answer
    দেহ থেকে ঘাম বের হলে পাখার দ্বারা তাড়িত হয়ে বাতাস সরাসরি ঘামের পানির সংস্পর্শে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না হলে তা েএই পানির শোষণ করে নেয়। এ সময় পানি তরল হতে বাষ্পাবস্থায় রূপান্তরিত হওয়ার জন্যে প্রয়োজনীয় সুপ্ততাপ শরীর হতে গ্রহণ করে বলে ঠান্ডা অনুভূত হয়।

    1. Report
  10. Question:শব্দদূষণের কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    মােইকের অবাধ ব্যবহার, ঢোলের শব্দ, বোমাবাজি, পটকা ফাটানোর আওয়াজ, কল কারখানার শব্দ, গাড়ির হর্ণের আওয়াজ, উচ্চ আওয়াজে চালিত টেপরেকর্ডার ও টেলিফোনের শব্দ দূষণের প্রধান কারণ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd