Question:ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ?
Answer
`1m^2` ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় যে, `1m^2` ক্ষেত্রফলের কোনো ইস্পাত খন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল `22xx10^(-6)m(2)` বৃদ্ধি পায়।