পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:শব্দানুভূতির স্থায়ীত্বকাল বলতে কী বোঝ? 

    Answer
    কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোরার পর সেই শব্দের রেশ প্রায় 1/10 সেকেন্ড যাবৎ আমাদের মস্তিষ্কে থেকে যায়। একে শব্দানুভূতির স্থায়ীত্বকাল বলে। এই 1/10 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছালে তা আমরা আলাদা করে শুনতে পাই না। সুতরাং কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে উৎস থেকে এমন দূরত্বে রাখতে হবে যাতে মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 1/10 সেকেন্ড সময় নেয়।

    1. Report
  2. Question:সমতল দর্পণ কী? 

    Answer
    যে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।

    1. Report
  3. Question:দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন? 

    Answer
    কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। এর ফলে কাঁচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে আলোর প্রতিফলন হয়।

    1. Report
  4. Question:প্রতিবিম্ব কাকে বলে? 

    Answer
    কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয়, তাকে ঐ বিন্দুর প্রতিবিম্ব বলে।

    1. Report
  5. Question:দর্পণে শম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? 

    Answer
    আমরা জানি, প্রতিফলনের ক্ষেত্রে, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। যেহেতু দর্পণে আপতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ `0^0` হয়, তাই প্রতিফলন কোণও `0^0` হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মি `0^0` কোণে একই পথে ফিরে আসে।

    1. Report
  6. Question:লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 

    Answer
    লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার ম্যধ দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়।

    1. Report
  7. Question:ক্রান্তি কোণ বলতে কী বোঝায়? 

    Answer
    ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আপতন কোণের যে প্রতিসরণ কোণ `90^0` হয় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। একে `thetac` দ্বারা প্রকাশ করা হয়।
    ঘন মাধ্যম থেকে আলোরশ্মির ক্রান্তি কোণে আপতরেন ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি মার্ধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে যায়। এবং আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।

    1. Report
  8. Question:গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুতে কী বলে? 

    Answer
    গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।

    1. Report
  9. Question:অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ: পুরু তাকে অবতল লেন্স বলে।
    অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় অপসারী গুচ্ছে পরিণত হয় বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।

    1. Report
  10. Question:পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের শর্ত কয়টি? 

    Answer
    দুটি।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd