পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:সমতল দর্পণে বিম্বের পার্শ্ব-পরিবর্তন বল কী বোঝায়? 

    Answer
    কোনো বিস্তৃত লক্ষ্যবস্তুর ডান ও বামপাশকে যথাক্রমে ওই বস্তুর প্রতিবিম্বের বাম ও ডানপাশ হিসেবে দেখা যাওয়াকে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন বা পাশ উল্টানো বলে।

    1. Report
  2. Question:প্রধান ফোকাস কী? 

    Answer
    লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপপতিত একগুচ্ছ আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্সে) অথবা যে বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে।

    1. Report
  3. Question:দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন? 

    Answer
    দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহর করেন। এর দর্পণে লক্ষবস্তুর প্রয়োজনমতো বিবর্ধিত ও সোজা বিম্ব পাওয়া যায়। ফলে দাঁতের ও মুখের ভিতরের সূক্ষ্ম জায়গাগুলো বিবর্ধিত ও স্পষ্ট দেখা যায়।

    1. Report
  4. Question:আলোর প্রতিফলনের সূত্র কয়টি? 

    Answer
    আলোর প্রতিফলনের সূত্র দুটি।

    1. Report
  5. Question:গোলীয় দর্পণ ও লেন্সের মধ্যে পার্থক্য কী? 

    Answer
    গোলীয় দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, লেন্সের মধ্যে আলোর নিয়মিত প্রতিসরণ ঘটে। গোলীয় দর্পণে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাস একটি কিন্তু লেন্সে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাস দুইটি করে।

    1. Report
  6. Question:প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? 

    Answer
    প্রতিফলক টেলিস্কোপ তৈরীতে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

    1. Report
  7. Question:উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বর্ণনা কর। 

    Answer
    উত্তল দর্পণের সামনে লক্ষ্যবস্তুর যে অবস্থানেই থাকুক না কেন গঠিত প্রতিবিম্ব সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত হয়। এক্ষেত্রে লক্ষবস্তু দর্পণের যতই নিকটবর্তী হতে থাকে, বিবর্ধনের মান তত বাড়তে থাকে, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বাড়তে থাকে।

    1. Report
  8. Question:বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? 

    Answer
    গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে।

    1. Report
  9. Question:নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলনের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর। 

    Answer
    যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলকের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের পর প্রাপ্ত রশ্মিগুচ্ছ সমান্তরাল বা অভিসারী বা অপসারী ধরনের হয় না। নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুকে উজ্জ্বল দেখায়, অপর দিকে ব্যাপ্ত প্রতিফলনের ফলে বস্তুকে অনুজ্জল দেখায়।

    1. Report
  10. Question:দর্পণের মেরু কী? 

    Answer
    গোলীয় দর্পণের পড্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd