Question:আয়নার পেছনের দিকে পারদের প্রলেপ দেওয়া হয় কেন?
Answer
আয়না কাচ দিয়ে তৈরি। কাচ স্বচ্ছ পদার্থ। ফলে কাচের উপর আলো পড়লে আপতিত আলোকরশ্মির বেশির ভাগ অংশই কাচের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে অপর পাশে চলে যায়। খুব কম পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়। তাই অস্বচ্ছ পারদের প্রলেপ লাগিয়ে আয়না তৈরি করা হয়, যাতে বেশির ভাগ আলোকরশ্মি ঐ অস্বচ্ছ প্রলেপ কর্তৃক প্রতিফলিত হয় এবং আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়।