Question:লেন্স কী?
Answer
দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
Question:লেন্স কী?
দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
Question:উত্তল লেন্স ও অবতল লেন্স চেনার উপায় কী?
সহজেই লেন্সকে চিনতে হলে লেন্সটির খুব কাছে একটি আঙুল রেখে অপরপাশ থেকে দেখতে হয়। প্রতিবিম্বটি সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে বড় হলে বুঝতে হবে লেন্সটি উত্তল। আর প্রতিবিম্বটি সমশীর্ষ কিন্তু বস্তুর তুলনায় আকারে ছেঅট হলে বুঝতে হবে লেন্সটি অবতল। এছাড়া উত্তল লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা হয়।
Question:অবতল লেন্স কী?
যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা হয় তাকে অবতল লেন্স বলে।
Question:অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অবতল লেন্সের মধ্য দিয়ে পাঠালে প্রতিসরণের পর ঐ রশ্মিগুচ্ছ অপসারী বা কেন্দ্রবহির্মুখী রশ্মিগুচ্ছ রূপে নির্গত হয়। সমান্তরাল রশ্মিগুলো অবতল লেন্সে প্রতিসরণের পর একে অপরের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং প্রতিসরিত রশ্মিগুলো পেছনের দিকে বর্ধিত করলে এরা একটি বিন্দুতে মিলিত হয়। এ কারণে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
Question:উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস এর সংজ্ঞা দাও।
উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলে।
Question:লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বেঁকে যায় কেন তা ব্যাখ্যা কর।
লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বেঁকে যায় বা দিক পরিবর্তন করে। লেন্স কাচের তৈরি এবং বায়ু মাধ্যমে থেকে কাঁচ মাধ্যমে অথবা কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোকরশ্মি প্রবেশকালে মাধ্যমদ্বয়ের আলোকীয় ঘনত্বের ভিন্নতার ফলে দিক পরিবর্তন করে।
Question:প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষবস্তুর চেয়ে ছোট হলে রৈখিক বিবর্ধনের মান কত?
প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষবস্তুর চেয়ে ছোট হলে রৈখিক বিবর্ধনের মান, m<1।
Question:অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস- এর সংজ্ঞা দাও।
অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে লেন্সের প্রধান ফোকাস বলে।
Question:দ্বি-অবতল লেন্স কাকে বলে?
যে লেন্সের দুটি তলই অবতল তাকে দ্বি-অবতল লেন্স বলে।
Question:বিবর্ধক কাচ কীভাবে তৈরি করা হয়?
উত্তল লেন্সের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে কোনো বস্তুকে রাখলে ঐ বস্তুর বিবর্ধিত অসদ প্রতিবিম্ব পাওয়া যায়। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে বিবর্ধক কাচ তৈরি করা হয়। সাধারণত একটি হাতলযুক্ত গোলাকার ফ্রেমে একটি উত্তল লেন্সকে বসিয়ে বিবর্ধক কাচ তৈরি করা হয়।