Question:আমাদের দেখার কাজে আলোর কোন ধর্ম সাহায্য করেছে?
Answer
েআমাদের দেখার কাজে আলোর প্রতিসরণ নামক ধর্ম সাহায্য করছে।
Question:আমাদের দেখার কাজে আলোর কোন ধর্ম সাহায্য করেছে?
েআমাদের দেখার কাজে আলোর প্রতিসরণ নামক ধর্ম সাহায্য করছে।
Question:আমরা কিভাবে রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই?
আমাদের চোখের রেটিনা থেকে যে নার্ভগুলো মস্তিষ্কে গিয়েছে সেগুলোর নাম রড ও কোণ। এদের মধ্যে কোণগুলো বর্ণ সংবেদনশীল। নীলবর্ণ, লালবর্ণ এবং সবুজবর্ণ নামক তিন ধরনের সংবেদনশীল কোণ আছে। কোনো বর্ণ যতই মিশ্র বা জটিল হোক না কেন চোখ সকল বর্ণকে মাত্র এই তিনটি বর্ণে ধারণ করে। রেটিনার কোণগুলো এই ধারণকৃত তথ্য মস্তিষ্কের প্রেরণ করে। মস্তিষ্কে আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সকল বর্ণকে আলাদা করে দেয়। এভাবেই আমরা রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই।
Question:প্রতিসরণাঙ্ক এবং আলোকীয় ঘনত্বের মধ্যে সম্পর্ক কী?
যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্রমের আলোকীয় ঘনত্ব বেশি বা সেটি আলোর সাপেক্ষে ঘনতর। আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম তা আলোকীয় ঘনত্ব কম বা সেটি আলোর সাপেক্ষে লঘুতর।
Question:আলোর প্রতিসরণ কয়টি সূত্র মেনে চলে?
েআলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে।
Question:কাঁচ ও পানির মধ্যে কোনটিতে আলোর বেগ বেশি এবং কোনটির আলোকীয় ঘনত্ব বেশি ব্যাখ্যা কর।
যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম পানির পরম প্রতিসরণাঙ্ক কাঁচের পরম প্রতিসরণাঙ্ক অপেক্ষা কম। যেহেতু পানি কাঁচ অপেক্ষা লঘুতর। আবার, ঘনতর মাধ্যমের আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম হয়। অতএব, কাঁচে আলোর বেগ পানিতে আলোর বেগ অপেক্ষা কম।
Question:নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক কী?
নির্দিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ ঐ মাধ্যমের প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ, আলোর বেগ `prop` 1/প্রতিসরণাঙ্ক
Question:পানির সাপেক্ষে ক্রান্তি কোণ `60^0` বলতে কী বোঝ?
পানির সাপেক্ষে কাচের ক্রান্তি কোণ `60^0`- এর অর্থ: কাচ হতে পানিতে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার সময় `60^0` কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি কাচ ও পানির বিভেদতল ঘেষে যাবে অর্থাৎ প্রতিসরিত কোণ `60^0` হবে।
Question:রেটিনা কী?
চক্ষু লেন্সের পিছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সঙবেদন আবরণকে রেটিনা বলে।
Question:আলো বহনের কাজে কী ব্যবহৃত হয়?
আলো বহনের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা কর।
যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করে তখন আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান `90^0` হয়। এর বেশি কোণে কোনো আলোকরশ্মি ঘন মাধ্যমে থেকে বিভেদ আপতিত হলে উক্ত আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যম পুনরাং ফিরে আসে অর্থাৎ প্রতিফলিত হয়। আলোক রশ্মির প্রথম বা ঘন মাধ্যমে ফিরে আসার ঘটনাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।