আর্থিক বিবরণী
 
  1. Question: উদ্বর্তপত্রে দেখানো হয় না কোন সঞ্চিতি?

    A
    মুলধন সঞ্চিতি

    B
    বিশ্লেষণ সঞ্চিতি

    C
    গোপন সঞ্চিতি

    D
    সাধারণ সঞ্চিতি

    Note: গোপন সঞ্চিতি উদ্বর্তপত্রে দেখানো হয় না।
    1. Report
  2. Question: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বত্তকে কী বলে?

    A
    নিট ক্ষতি

    B
    মোট ক্ষতি

    C
    নিট লাভ

    D
    মোট লাভ

    Note: লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকের ব্যয় গুলোর যোগফল ক্রেডিট দিকের আয় গুলোর যোগফল অপেক্ষা বেশি হলে তাকে ডেবিট উদ্বৃত্ত বলা হয়। আর এ উদ্বৃত্তকে নীঠ ক্ষতি বলা হয়। আবার ক্রেডিট দিকের আয় সমুহের যোগফল ডেটিব দিকের বয় সমূহের যোগফল গুলো হতে বেশি হলে উদ্বৃত্তকে ক্রেডিট উদ্বৃত্ত বলা হয়। আর এ উদ্বৃত্তকে নীট লাভ বলা হয়।
    1. Report
  3. Question: লাভ-লোসান হিসাবের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে:

    A
    দম্ভরী প্রাপ্তি

    B
    শক্ষানবিশ সেলামি প্রাপ্তি

    C
    উত্তোলনের উপর সুদ

    D
    ভাড়া প্রাপ্তি

    E
    উপরের সবগুলো

    Note: লাভ-লোকসান হিসাবে একটি হিসাবকালের সমস্ত নাকিক হিসাব বা আয়-ব্যয় বাচক হিসাবসমূহ অন্তর্ভুক্ত হয়। এখানে, দম্ভরী প্রাপ্তি, শিক্ষানবিশ, সেলামী প্রাপ্তি,উত্তোলনের সুদ, ভাড়াপ্রাপ্তি সবগুলোই আয়-জাতীয় হিসাব এব এগুলো লাভ-লোকসান হিসাবের ক্রেডিট দিকে দেখানো হয়।
    1. Report
  4. Question: যদি ১৫% হারে ব্যাট প্রচলিত হয়, তবে একটি শিল্প ৪৬,০০০ টাকার কাচামাল কিন্তু ৬৯,০০০ টাকায় উৎপাদিত পণ্য বিক্রয় করলে তাকে ভ্যাট দিতে হবে-

    A
    ৩০০০ টাকা

    B
    ৩৪৫০ টাকা

    C
    ৬০০০ টাকা

    D
    ৯০০ টাকা

    E
    ৬৯০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: ডক চার্জ একটি-

    A
    পরোক্ষ খরচ

    B
    প্রত্যক্ষ খরচ

    C
    আনুষঙ্গিক খরচ

    D
    সাময়িক খরচ

    Note: ডক চার্জ একটি প্রতক্ষ খরচ কিন্তু ডাক চার্জ পরোক্ষ খরচ।
    1. Report
  6. Question: স্থায়ী সম্পত্তি১৬,০০ টাকা কার্যকরী মুলধন ১৩,০০,০০০ টাকা এবং চলতি দায় ১১,০০,০০০ টাকা হলে মোট সম্পত্তি কত?

    A
    ১৮,০০,০০০ টাকা

    B
    ২৯,০০,০০০ টাকা

    C
    ৪০,০০,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: কার্যকরী মুলধন = চলীত সম্পত্তি - চলতি দায় সুতরাং চলীত সম্পত্ত = কার্যকরী মুলধন + চলতি দায় = ১৩,০০,০০০ + ১১,০০,০০০ = ২৪,০০,০০০ টাকা। আবার, মোট সম্পত্তি = চলতি সম্পত্তি + স্থায়ী সম্পত্তি = ২৪,০০,০০০ + ১৬,০০,০০০ = ৪০,০০,০০০ টাকা।
    1. Report
  7. Question: মুল্য সংযোজন কর চালু করা হয়-

    A
    ১৯৯১ সালের জুলাইমাস থেকে

    B
    ১৯৯১ সালের ডিসেম্বর মাস থেকে

    C
    ১৯৯৪ সালের জুলাই মাস থেকে

    D
    ১৯৯৪ সালের ডিসেম্বর মাস থেকে

    Note: বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই হতে মুল্য সংযোজন কর (মূসক) চালূ হয়।
    1. Report
  8. Question: কোন নিশ্চিত দায়েল সঠিক পরিমাণ জানা না থাকলে তা-

    A
    হিসাব আকারে দেখাতে হবে

    B
    ফুটনোট আকারে দেখাতে হবে

    C
    সম্ভাব্য দায় হিসাবে দেখাতে হবে

    D
    আনুমানি করে হিসাবভুক্ত করতে হবে

    Note: কোন নিশ্চিত দায়ের সঠিক পরিমাণ জানা না থাকলে উহা উদ্বর্তপত্রের নিচে ফুট নোট আকারে দেকাতে হবে। কারণ ভবিষ্যতে যখন উহার পমিাণ জানা যাবে তখন হিসাব ভুক্ত করা যায়।
    1. Report
  9. Question: মালিক ব্যীক্তগত ব্যবহারে মাল উত্তোলন করেছেন যা হিসাবে দেখান হয় নাই।কোথায় প্রবাব পড়েছে?

    A
    আয় কমেছে

    B
    ক্রয় ফেতর বেড়েছে

    C
    আয় বেড়েছে

    D
    বিক্রয় কমেছে

    Note: মালিক ব্যক্তগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করল তা ক্রয় থেকে ও মূলধন থেকে বিয়োগ করতে হয়। এটি যেহেতু হিসাবে দেখানো হয় নাই তাই ক্রয় বেশি দেখানো হয়েছে। আর ক্রয় ব্যয় বেশি দেখানোর ফলে মোট লাভ বা আয় কম দেখানো হয়েছে।
    1. Report
  10. Question: প্রারম্ভিক মজুত বেশি দেখালে, বেশি দেখান হবে-

    A
    সম্পত্তি

    B
    বিক্রিত পণ্যের ব্যয়

    C
    নিট আয়

    D
    মালিকানা স্বত্ব

    Note: সাধারণত বিক্রী পণ্যের ব্যয় নির্ণয়ে নীট ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করা হয়। যদি প্রারম্ভিক মজুদ বেশ দেখানো হয়তবে বিক্রীত পণ্যের ব্যয় ও বেশি দেকাবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd