একতরফা দাখিলা পদ্ধতি
 
  1. Question: কোনটিকে একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট বলে গণ্য করা যায়-

    A
    একে দু তরফা দাখিলা পদ্ধতিতে রুপান্তর করা যায়

    B
    লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয় না

    C
    ক্রয়-বিক্রয় হিসাব প্রস্তুত করা হয় না

    D
    উদ্বর্তপত্র তৈরি করা হয় না

    E
    উপরের সবগুলো

    Note: Not available
    1. Report
  2. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে ভুল ও জালিয়াতি রোধ করা-

    A
    সহজ হয়

    B
    কষ্ঠ সাধ্য

    C
    কোন ব্যাপার নয়

    D
    ক + গ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের লাভ-ক্ষতি নিরূপণের জন্য প্রস্তুত করা হয়-

    A
    লাভ-লোকসান বিবরণী

    B
    লাভ -ক্ষতি হিসাব

    C
    ক + খ

    D
    ক্রয়-বিক্রয় হিসাব

    E
    নগদান হিসাব

    Note: Not available
    1. Report
  4. Question: একতরফা দালিা পদ্ধতিতে কারবারের আর্থিক অবস্থা জানতে প্রস্তুত করা হয়-

    A
    উদ্বর্তপত্র

    B
    চূড়ান্ত হিসাব

    C
    ক্রয়-হিসাব

    D
    বৈষয়িক বিবৃতি

    E
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  5. Question: মি. তুহিন একজন ব্যবসায়ী তিনি একতরফা পদ্ধতিতে হিসাব রাখেন। বছরের শুরুতে তার মূলধন ছিল ২০,০০০ টাকা দায় ছিল ৫,০০০ টাকা। বছরের শেষে তার মুলধণ দাড়ায় ৩৫,০০০ টাকা। তিনি বছরে ১,৫০০ টাকা উত্তোলন করেন। তার লাভ/ক্ষতি কত হবে-

    A
    ১৫,০০০ টাকা লাভ

    B
    ২০,০০০ টাকা লাভ

    C
    ক + খ

    D
    ১৬,৫০০ টাকা লাভ

    E
    ২১,৫০০ টাকা ক্ষতি

    Note: Not available
    1. Report
  6. Question: আশা এন্টার প্রাইজ এর সমাপনী মূলধন ১,৯৩,০০০ টাকা, প্রারম্ভিক মূলধন ১,৫৩,০০০ টাকা, নগদ উত্তোলন ১২,০০০ টাকা, অতিরিক্ত মুলধন ১৩,০০০ টাকা, পণ্য উত্তোলন ৭,০০০ টাকা,। নীট লাভ/ক্ষতি কত?

    A
    লাভ ৪৮,০০০ টাকা

    B
    লাভ ৪৬,০০০ টাকা

    C
    ক্ষতি ৩৬,০০০ টাকা

    D
    লাভ ৫২,০০০ টাকা

    E
    ক্ষতি ৪৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: সাহা এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক দেনাদার ১৮,০০০ টাকা, দেনাদার হতে নগদ প্রাপ্তি ৬৬,০০০ টাকা, আন্তঃফেতর ৭,৫০০ টাকা, কু-ঋণ ২১,০০০ টাকা, মঞ্জুরীকৃত বাট্টা ৪,০০০ টাকা ও মোট খরচ ছিল ৩০,০০০ টাকা। উক্ত কালে ব্যবসায়ের মালিক মোট ৫২,০০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। উক্ত সময়ে মালিকের উত্তোলনের পরিমাণ কত?

    A
    ১,৫০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,১৫,০০০ টাকা

    D
    ১,২৫,০০০ টাকা

    E
    ১,৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: কোন একটি হিসাব কালে আশা এন্টার প্রাইজ এর প্রারম্ভিক মূলধন ছিল ১,৬৫,০০০ টাকা এবং হিসাবকাল শেষে দাড়ায় ৩,৩৫,০০০ টাকা। উক্ত কালে মোট আয় ছিল ৪৭,০০০ টাকা ও মোট খরচ ছিল ৩০,০০০ টাকা। উক্ত কালে ব্যবসায়ের মাখিল মোট ৫২,৫০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। উক্ত সময়ে মালিকের উত্তোলনের পরিমাণ কত?

    A
    ১২,০০০ টাকা

    B
    ১৫,০০০ টাকা

    C
    ১০,০০০ টাকা

    D
    ১৬,০০০ টাকা

    E
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd