একতরফা দাখিলা পদ্ধতি
 
  1. Question: প্রারম্ভিক পাওনাদার ২,৫০০ টাকা সমাপন পাওনাদার ৪,২০০ টাকা এবং পাওনাদারদের পরিশোধ ৩২,০০০ টাকা হলে ক্রয় কত?

    A
    ৩২,০০০ টাকা

    B
    ৩৩,০০০ টাকা

    C
    ৩১,৬০০ টাকা

    D
    ৩৩,৭০০ টাকা

    Note: এখানে, ক্রয় = সমাপনী পাওনাদার + পাওনাদারদের পরিশোধ - প্রারম্ভিক পাওনাদার = (৪,২০০ + ৩২,০০০ - ২,৫০০) টাকা = ৩৩,৭০০ টাকা।
    1. Report
  2. Question: দেনাদারের প্রারম্ভিক জের ২,০০০ টাকা, বিক্রয় বইয়ের জের ২৫,০০০ টাকা, টাকা পাওয়াগেল ১৮,০০০ টাকা, দেরিতে টাকা পরিশোধের কারণে জরিমানা করা হল ১,২০০ টাকা। বিক্রীত পণ্য ফেরত আসল ১,৪০০ টাকা, দেনাদার হিসাবের সমাপনী জের হবে-

    A
    ১০,২০০ টাকা

    B
    ১১,৬০০ টাকা

    C
    ৮,৮০০ টাকা

    D
    ৭,৬০০ টাকা

    Note: এখানে, দেনাদার হিসাবের সমাপনীজের = প্রা. জের+ বিক্রয় বইয়ের জের + জরিমানা - নগদ আদায় - বিক্রয় ফেতর = (২,০০০ - ২৫,০০০ + ১২০ - ১৮,০০০ - ১,৪০০) টাকা = (২৮,২০০ - ১৯,৪০০) টাকা = ৮,৮০০ টাকা।
    1. Report
  3. Question: পাওনাদারের প্রারম্ভিক জের ৫,০০০ টাকা, সমাপনী জের ৬,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা, পাওনাদারকে পরিশোধ ৯০,০০০ টাকা। ধারে ক্রয় কত?

    A
    ১,০৩,০০০ টাকা

    B
    ৯১,০০০ টাকা

    C
    ৯৯,০০০ টাকা

    D
    ৯৩,০০০ টাকা

    Note: পাওনাদার হিসাবের খতিয়ান এর মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব।
    1. Report
  4. Question: প্রতিটি লেনদেন দাতা- গ্রহিতা বিশ্লেষণ করে হিসাব লেখা হয় না।

    A
    একতরফা দাখিলা পদ্ধতি

    B
    দু’তরফা দাখিলা লেখা পদ্ধতি

    C
    রে-দাখিলা হিসাব পদ্ধতি

    D
    ক + খ

    E
    সবগুলোই

    Note: Not available
    1. Report
  5. Question: দুতরফা দাখিলা পদ্ধতির একটি অসম্পূর্ণ ও অসংলগ্ন রূপ হল-

    A
    বে-দাখিলা পদ্ধতিতে

    B
    একতরফা দাখিলা পদ্ধতিতে

    C
    বিনা দাখিলা পদ্ধতিতে

    D
    ব্যাংক সমন্‌বয় বিবরণী

    E
    রেওয়ামিল

    Note: Not available
    1. Report
  6. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে অব্যক্তিবাচক হিসাবের মধ্যে যে গুলো সংরক্ষণ করা হয়-

    A
    আয় বাচক হিসাব

    B
    ব্যয় বাচক হিসাব

    C
    সম্পত্তি বাচক হিসাব

    D
    দায় সম্পর্কিত হিসাব

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটিকে একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না-

    A
    দেনাদার হিসাব

    B
    পাওনাদার হিসাব

    C
    সম্পত্তি বাচক হিসাব

    D
    নামিক হিসাব

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
  8. Question: মূলত একতরফা দাখিলা হিসাব পদ্ধতি হলো-

    A
    একতরফা দাখিলা

    B
    দু তরফা দাখিলা

    C
    বিনা দাখিলা

    D
    ক + খ

    E
    ক + খ + গ এর মিশ্রণ

    Note: Not available
    1. Report
  9. Question: একরফা দাখিলা পদ্ধতি

    A
    সঠিকভাবে কারবারের আর্থিক অবস্থা জানা যয়

    B
    হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় না

    C
    সঠিক লাভ / ক্ষতি নির্ণয় করা যায়

    D
    ক + খ

    E
    খ + গ

    Note: Not available
    1. Report
  10. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে নিম্নের কোনটি প্রস্তুত করা হয় না-

    A
    মূলধন নির্ণয় বিবরণী

    B
    লাভ-লোকসান বিবরণী

    C
    উদ্বর্তপত্র

    D
    বিষয় বিবরণী

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd