একতরফা দাখিলা পদ্ধতি
 
  1. Question: একতরফা দাখিলা হিসাব ব্যবস্থা-

    A
    একটি অপুর্ণা্ঙ্গ পদ্ধতি

    B
    একটি পুর্ণা্ঙ্গ পদ্ধতি

    C
    মাঝামঝি একটি পদ্ধতি

    D
    কোনটিই নয়

    Note: সাধারণত এক মালিকানা কারবারে ব্যবসায়ী বা মালিক অল্প পুঁজি বা মুলধন নিয়ে ব্যবসা করে এবং একাই সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই সে নিজের ইচ্ছ মত হিসাব রাখার ব্যবস্থা করে থাকে। সে হিসাব রাখার কোন নিয়ম মেনে চলে না। ফলে সে যে ধরনের হিসাব পদ্ধতি ব্যবহার করে তাই হলো একতরফা হিসাব পদ্ধতি। এটি একটি অপূর্ণাঙ্গ, অপরিপক্ত, অবৈজ্ঞানিক, মনগড়া, দুর্বল নীতি-বহির্ভুত হিসাব ব্যবস্থা।
    1. Report
  2. Question: বিবিধ দেনাদার হিসাবে প্রারমি।ভক জের ১২,০০০ টাকা, ধারে বিক্রয় ১২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৬,০০০ টাকা, নগদ প্রাপ্তি ৮০,০০০ টাকা, অনাদায়ী দেনা ৬৫০০ টাকা, সমাপনী জের এর পরিমাপ কত?

    A
    ৪৯,৫০০ টাকা

    B
    ৩৯,৫০০ টাকা

    C
    ৪২,৫০০ টাকা

    D
    ৩৭,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: সমাপনী দেনাদার নির্ণয়ের সূত্র হলো- সমাপনী দেনাদার = (ধারে বিক্রয় + প্রারম্ভিক দেনাদার + অমর্যাদাকৃতবিল) - (নদ প্রাপ্তি + বিলপ্রাপ্তি + আন্তঃফেরত + মঞ্জুরীকৃত বাট্টা + কু-ঋণ/অনাদায়ী দেনা) :. সমাপনী দেনাদার = (১,২০,০০০ + ১২,০০০) - ৮০,০০০+৬,০০০+৬৫০০) = (১৩২,০০০ - ৯২,৫০০) = ৩৯,৫০০ টাকা।
    1. Report
  3. Question: নিচের কোনটি অসংগতি পূর্ণ?

    A
    একমালিকানা ব্যবসায় : সসীম দায়

    B
    ঝুঁকি : বীমা

    C
    ব্যবসায় : ব্যক্তিগদ প্রতিবন্ধকতা

    D
    সময়গত প্রতিবন্ধকতা : মজদকরণ

    Note: একমালিকানা ব্যবসায়ের সাথে সসীম দায় কথাটি অসংগতিপূর্ণ। কারণ এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় সীমাহীন বা অসীম।
    1. Report
  4. Question: এক তরফা দাখিলায় কোনটি সংরক্ষণ করেনা?

    A
    সম্পদ

    B
    দায়

    C
    মূলধন

    D
    ব্যয়

    Note: একতরফা দাখিলা পদ্ধতি সম্পদ, দায় ও মূলধন হিসাব সংরক্ষণ করে কিন্তু ব্যয় হিসাব সংরক্ষণ করে না।
    1. Report
  5. Question: প্রারম্ভিক মূলধন ১,৩৫০ টাকা, সমাপনী মূলধন ১৬,৫০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা। এ বছররে লাভ/ক্ষতির পরিমাণ কত?

    A
    ক্ষতি ১৮৫০ টাকা

    B
    লাভ ১৮৫০ টাকা

    C
    ক্ষতি ৮৪৫০ টাকা

    D
    লাভ ৮৪৫০ টাকা

    Note: এখানে, লাভ = সমাপনী মূলধন + উত্তোলন - প্রারম্ভিক মূলধন + উত্তোলন - প্রারম্ভিক মূলধন = ১৬,৫০০ + ৩,৩০০ - ১১,৩৫০ = ৮,৪৫০ টাকা।
    1. Report
  6. Question: শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয কোন পদ্ধতিতে?

    A
    বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে

    B
    সাধারণ একতরঅপ দাখিলা পদ্ধতিতে

    C
    উপএকতরফা দাখিলা পদ্ধতিতে

    D
    দুতরফা দাখিলা পদ্ধতিতে

    Note: দুতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয়।
    1. Report
  7. Question: দেনাদারের প্রারম্ভিক উদ্বৃত্ত 5,000 টাকা, সমাপনী উদ্বৃত্ত 82,000 টাকা, এবং দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি 55,000 টাকা। ধারে বিক্রয়ের পরিমাণ কত?

    A
    84,000 টাকা

    B
    26,000 টাকা

    C
    82,000 টাকা

    D
    55,000 টাকা

    Note: এখানে, ধারে বিক্রয় = সমাপনী উদ্বৃত্ত + দেনাদার হতে নগদ প্রাপ্তি - দেনাদারের প্রারম্ভিক উদ্বৃত্ত = (৮২,০০০ + ৫৫,০০০ -৫৩,০০০) টাকা = ৮৪,০০০ টাকা।
    1. Report
  8. Question: একটি পাওনাদার নিয়ন্ত্রণ হিসাবে নিম্নোক্ত হিসাবে নিম্নোক্ত লেনদেন গুলো হচ্ছে- ব্যাংক 100 টাকা, ক্রয় 200 টাকা, প্রাপ্ত বাট্টা 100 টাকা, ব্যালেন্স সি/ডি 300 টাকা ব্যালেন্স বি/ডি কত?

    A
    100 টাকা

    B
    200 টাকা

    C
    300 টাকা

    D
    500 টাকা

    Note: একানে পাওনাদার নিয়ন্ত্রণ হিসাবে ব্যালেন্স বিডি = ব্যালেন্স সিডি + ব্যাংক + প্রাপ্ত বাট্টা - ক্রয় = ৩০০ + ১০০ + ১০০ - ২০০ = ৩০০ টাকা
    1. Report
  9. Question: মি. রাবিদ একজন খুচরা ব্যবসায়ী। 2013 সালে ১লা জানুয়ারি তার মুলধন 20,000 টাকা, সমাপনী মূলধন 30,000 টাকা নগদ উত্তোলন 2,000 টাকা, অতিরিক্ত মূলধন 17,000 টাকা টাকা এবঙ নীট ক্ষতি 5,000 টাকা। পণ্য উত্তোলনের পরিমাণ কত ছিল?

    A
    2,000 টাকা

    B
    4,000 টাকা

    C
    6000 টাকা

    D
    কোনটিই নয়

    Note: এখানে, পণ্য উত্তোলন = সমাপনী মূলধন + নগদ উত্তোলন + নীট ক্ষতি- প্রারম্ভিক মূলধন - অতিরিক্ত মুলধন = ৩০,০০০ + ২,০০০ + ৫,০০০ - ২,০০০ - ১৭,০০০ = ০ টাকা
    1. Report
  10. Question: মি. মালেক এর কারবারে সমাপনী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। তিনি ঐ বৎসর ব্যবসায়ে ১৮,০০০ টাকা প্রদান এবং ১২,০০০ টাকা উত্তোলন করে। তাঁর প্রারম্ভিক মূধনের পরিমাণ কত হবে?

    A
    ৫৭,০০০ টাকা

    B
    ৩৩,০০০ টাকা

    C
    ৩১,০০০ টাকা

    D
    ২৪,০০০ টাকা

    Note: এখানে প্রারম্ভিক মূলধন = সমাপনি মুলধন + উত্তোলন - অতিরিক্ত মুলধন = ৬৩,০০০ + ১২,০০০ - ১,৮০,০০০ টাকা = ৫৭,০০০ টাকা
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd