কার্যপত্র
 
  1. Question: “টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও সেবা প্রদান করা হয়নি।” এটি নিম্নের কি উপাযে হিসাবভুক্ত হবে ঃ

    A
    অগ্রিম খরচ

    B
    অনার্জিত রাজস্ব

    C
    বকেয়া আয়

    D
    অর্জিত রাজস্ব

    Note: টাকা অগ্রিম গ্রহণ করে সেবা প্রদানের পূর্বপর্যন্ত ইহা অগ্রিম আয় হিসেবে বিবেচিত হয়। অগ্রিম আয়ের অপর নাম অনার্জিত রাজস্ব বা অনুপার্জিত রাজস্ব।
    1. Report
  2. Question: তিন মাসের ভাড়া দেয়া হয়েছে ৩০০০ টাকা, যার মধ্যে এক মাসের ভাড়া পররর্তী বছরের জন্য। এ বছরের অগ্রীম ভাড়া কত?

    A
    Tk. 3000

    B
    Tk. 1000

    C
    Tk. 2000

    D
    Tk. 4000

    Note: তিন মাসের ভাড়া ৩,০০০ টাকা। অর্থাৎ প্রতিমাসের ভাড়া ১,০০০ টাক। এক মাসের ভাড়া অগ্রীম। অর্থাৎ অগ্রীম ভাড়া হবে ১,০০০ টাকা
    1. Report
  3. Question: রাজস্ব খরচকে ভুলক্রমে মুলধনী খরচ হিসাবে দেখালে হিসাবে ক্ষেত্রে এর প্রভাব কী হতে পারে?

    A
    নীট মুনাফা বেড়েছ এবং নীট সম্পদ কমেছে

    B
    নীট মুনাফা বেড়েছ এবং নীট সম্পদ বেড়েছে

    C
    নীট মুনাফা কমেছে এবং নীট সম্পদ বেড়েছে

    D
    নীট মুনাফা কমেছে এবং নীট সম্পদ কমেছে

    Note: রাজস্ব খরচকে মূধনী খরচ হিসেবে দেখানো হলে, নীট মুনাফা কমে যাবে এবং নীট সম্পদ বেড়ে যাবে।
    1. Report
  4. Question: কার্যপত্রের ধাপ কয়টি

    A
    ৪টি

    B
    ৫টি

    C
    ৮টি

    D
    ১০টি

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটি হিসাবচক্রের বাধ্যতামূলক ধাপ নয়?

    A
    সমন্বয় দাখিলা

    B
    কার্যপত্র

    C
    রেওয়ামিল প্রস্তুত

    D
    আর্থিক বিবরণী প্রস্তুত

    Note: Not available
    1. Report
  6. Question: কার্যপ্রত্র বিভিন্ন দফা লিপিবদ্ধকরণে প্রতিটি শিরোনামে অধীনে টাকার কলাম থাকে কতটি?

    A
    ২টি

    B
    ৫টি

    C
    ৮টি

    D
    ১০টি

    Note: Not available
    1. Report
  7. Question: দশা ঘরা কার্যপত্রে কয়টি শিরোনাম থাকে?

    A
    ২টি

    B
    ৪টি

    C
    ৫টি

    D
    ১০টি

    Note: Not available
    1. Report
  8. Question: কার্যপ্রত্র বিভিন্ন দফা লিপিবদ্ধকরণে প্রতিটি শিরোনামে অধীনে টাকার কলাম থাকে কতটি?

    A
    ২টি

    B
    ৫টি

    C
    ৮টি

    D
    ১০টি

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি তৈরি বাধ্যতামূলক নয়?

    A
    নগদান বই

    B
    খতিয়ান

    C
    কার্যপত্র

    D
    আর্থিক বিবরণী

    Note: Not available
    1. Report
  10. Question: সংশ্লিষ্ট হিসাবকালের অর্জিত আয় ও সংঘটিত ব্যয় হিসাবভুক্ত করা হয়-

    A
    সমাপনী দাখিলার মাধ্যমে

    B
    সমন্বয় দাখিলার মাধ্যমে

    C
    প্রারম্ভিক দাখিলার মাধ্যমে

    D
    বিপরীত দাখিলার দ্বারা

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd