কার্যপত্র
 
  1. Question: মূলধন জাতীয় ব্যয় কোনটি?

    A
    স্থায়ী সম্পত্তি ক্রয়ে খরচকৃত অর্থ

    B
    পরিচালকের সম্মানী

    C
    স্থায়ী সম্পত্তির অবচয়

    D
    অডিটরদের সম্মানী

    E
    স্থায়ী সম্পত্তি বিক্রয় খরচকৃত অর্থ

    Note: স্থায়ী সম্পত্তি ক্রয়ে খরচ কৃত অর্থ মূলধন জাতীয় ব্যয়।
    1. Report
  2. Question: ‘মূলধন ব্যয়’ বলতে কী বুঝায়?

    A
    স্থায়ী সম্পত্তি ক্রয়

    B
    স্থায়ী সম্পত্তি বিক্রয়

    C
    মূলধন বৃদ্ধি

    D
    ক্রয় বৃদ্ধি

    Note: যে সকল ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য নয় বরং প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য করা হয় এবং যা থেকে ভবিষ্যতে নির্দিস্ট সময় পর্যন্ত সুবিধা পাওয়া যাবে সেসকল ব্যংকে মূলধনী ব্যয় বলা হয়। যেমন স্থায়ী সম্পত্তি (ভূমি, আসবাবপত্র, কলকব্জা, যন্ত্রপাতি, দালানকোঠা প্রভৃতি) ক্রয় কোনো সম্পদের সাথ যখন প্রত্যক্ষ খরচ যুক্ত হয় তখন তা মূলধন জাতীয় ব্যয় হয়।
    1. Report
  3. Question: একটি প্রতিষ্ঠান কখন সমন্বয় দাখিলা প্রদান করতে হয়?

    A
    যখনই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়

    B
    বাৎসরিক ভিত্তিতে

    C
    ত্রৈমাসিক ভিত্তিতে

    D
    মাসিক ভিত্তিতে

    Note: কোন প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় শেষে বা হিসাব কাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় সমন্বয় দাখিলা প্রস্তুত করতে হয়।
    1. Report
  4. Question: আকিজ ফুট এন্ড বেভারেজ এর আগস্ট মাসে অবলোপনকৃত ১২,০০০ টাকা সেপ্টেম্বর মাসের মাঝামঝি অপ্রত্যাশিতভাবে নগদে পাওয়া যায়। এর প্রভাবে প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর মাসের-

    A
    দেনাদার বাড়ে

    B
    দেনাদার কমে

    C
    দেনাদার একই থাকে

    D
    কোনটিই নয়

    Note: পূর্ববর্তী কোন সময়ের অবলোপনকৃত অনাদায়ী পাওনা অপ্রত্যাশিত ভাবে আদায় হলে চলতি বা পরবর্তী সময়ের দেনাদারে কোন প্রভাব পড়ে না। অর্থাৎ দেনাদার একই থাকে।
    1. Report
  5. Question: অনুপার্জিত আয়ের সমন্বয়-

    A
    দায় হ্রাস করে ও আয় বৃদ্ধি করে

    B
    সম্পত্তি ও আয়ের সম্পর্ক বৃদ্ধি করে

    C
    সম্পত্তি বৃদ্ধি করে ও আয় বৃদ্ধি করে

    D
    আয় হ্রাস করে সম্পত্তি হ্রাস করে

    Note: অনুপার্জিত আয় বা অগ্রীম প্রাপ্ত আয় বা প্রাথমিকভাবে দায় হিসেবে গণ্য হয়। আর এর সমন্বয় করা হলে, অগ্রীম আয় বা অনুপার্জিত আায় নামক দায় হ্রাস করে এবং আয় বৃদ্ধি পায়।
    1. Report
  6. Question: তিন বছরের জন্য বীমা সেলামী প্রদান করা হলে সঠিক ডেবিট ও ক্রেডিট কোনটি?

    A
    বীমা সেলামী ডেবিট, নগদান ক্রেডিট

    B
    অগ্রিম বীমা সেলামী ডেবিট, নগদান ক্রেডিট

    C
    নগদান ডেবিট, অগ্রিম বীমা সেলামী ক্রেডিট

    D
    নগদান ডেবিট, বীমা সেলামী ক্রেডিট

    Note: তিন বছরের জন্য বীমা সলামী প্রদান করা হলে এর জন্য অগ্রীম বীমা ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট হবে।
    1. Report
  7. Question: রূপা লিঃ এর আদায়যোগ্য সোব আয়ের ২,০০০ টাকার সমন্বয ভুলবসতঃ হিসাব থেকে বাদ পড়েছে। এই ভুলের কারনে হিসাবে-

    A
    ২০০০ টাকা আয় ও দায় কম দেখানো হয়

    B
    ২০০০ টাকা সম্পদ ও দায় কম দেখানো হয়

    C
    ২০০০ টাকা আয় ও সম্পদ কম দেখানো হয়

    D
    কোনটিই নয়

    Note: আদায়যোগ্য সেবা বলতে বোঝঅয় যে,সেবা অর্জিত হয়েছে কিন্তু নগদে তা আদায় করা হয়নি। এটি সমন্বয় করা হরে আয় (সেবা) বৃদ্ধি পায় এবং অনাদায়ী থাকায় সম্পত্তি বৃদ্ধি পায়। সুতরাং সেবা বা আয় ২০০০ টাকা সমন্বয় না করারয় নিট আয় ২০০০ টাকা কম দেখানো হয়েছে এবং সম্পত্তি (প্রাপ্য আয়) বাবদ ২,০০০ টাকা কম দেখানো হয়েছে।
    1. Report
  8. Question: হিসাবকালের শুরুতে বিগত বছরের কোনটিকে ডেবিট করা হয়?ত

    A
    সম্পদ

    B
    ঋণ

    C
    দায়

    D
    মালিকানা স্বত্ব

    Note: হিসাবকালের শুরুতে অর্থাৎ প্রারম্ভিক দাখিলাকে সকল সম্পত্তি হিসাবকে ডবিট করা হয়।
    1. Report
  9. Question: কোনটি মুনাফা জাতীয় খরচ-

    A
    মেশিনের পরিবহণ ব্যয়

    B
    মেশিন ক্রয়

    C
    মেশিনের জাহাজ ভাড়া

    D
    মেশিনের অবচয়

    Note: এখানে, মেশিনের অবচয় মুনাফা জাতীয় ব্যয়।
    1. Report
  10. Question: কোন হিসাব সমূহ বন্ধ করা হয় না?

    A
    আয় বিবরণী হিসাব

    B
    নামিক হিসাব

    C
    প্রকৃতি হিসাব

    D
    অস্থায়ী হিসাব

    Note: প্রকৃত বা স্থায়ী বা আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক হিসাবসমূহ বছর শেষে সমাপনি দাখিরার মাধ্যমে বন্ধ করা হয় না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd