দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
  1. Question: স্থায়ী সম্পত্তি ক্রয় ৫০০০ টাকা এবং এর Accumulated Depreciation 3000 টাকা। যদি ২০% হারে অবচয় এবং Residual value ৫০০ টাকা ধরা হয়, তাহলে এ বছরের অবচয় কত হবে, যদি Reducing balance method ব্যবহৃত হয়?

    A
    Tk. 600

    B
    Tk. 2000

    C
    Tk. 300

    D
    Tk. 400

    Note: এ বছরের অবচয় = সম্পত্তির ক্রয়মূল্য - পুঞ্জিভূত অবচয়) x অবচয় হার = (৫০০০ - ৩০০০ x ২০% = ৪০০ টাকা।
    1. Report
  2. Question: সম্পত্তি মোট ক্রয়মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য কী নির্দেশ করে?

    A
    নিট মূল্য

    B
    প্রকৃত মূল্য

    C
    অবচয়ের মূল্য

    D
    আদায়যোগ্য মুল্য

    Note: Not available
    1. Report
  3. Question: ইজারা সম্পত্তির জন্য নির্ণয়ের কোন পদ্ধতি যৌক্তিক?

    A
    স্থিরকিস্তি

    B
    ক্রমহ্রাসমান জের

    C
    বাষিকী

    D
    বর্ষসংখ্যার সমষ্টি

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য থাকে না?

    A
    যন্ত্রপাতি

    B
    সরঞ্জাম

    C
    ট্রেডমার্ক

    D
    আসবাবপত্র

    Note: Not available
    1. Report
  5. Question: বাজার মূল্যের স্থায়ীপতন কোন সম্পত্তির অবচয়ের কারণ?

    A
    জমি

    B
    আসবাবপত্র

    C
    মোটর গাড়ি

    D
    শেয়ার

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়?

    A
    অ-নগদ লেনদেন

    B
    আনুমানিক

    C
    কালের বিবর্তন

    D
    অদৃশ্যমান লেনদেন

    Note: Not available
    1. Report
  7. Question: কোন সম্পত্তি ক্রয়মুল্য এবং অবচয় সঞ্চিতি পার্থক্য কী নির্দেশ করে?

    A
    বার্ষিক অবচয়

    B
    আনুমানিক ব্যয়

    C
    পুস্তক মুল্য

    D
    ভগ্নাবশেষ মূল্য

    Note: Not available
    1. Report
  8. Question: গ্লাসকো কোম্পানি ১,২০,০০০ টাকার কয়লা খনি হতে ২,০০,০০,০০০ টন কয়লা উত্তোলন করতে পারবে বলে আশা করেছে। প্রথম বছর ২০,০০,০০০ টন কয়লা উত্তোলন করা হয়, শূন্য করণের জাবেদা দাখিলা হবে-

    A
    শূন্যকরণ খরচ ক্রেডিট ১২,০০,০০০ টাকা

    B
    শূন্যকরণ খরচ ডেবিট ২০,০০,০০০ টাকা

    C
    পুঞ্জিভূত শূন্যকরণ ডেবিট ২০,০০,০০০ টাকা

    D
    পুঞ্জিভূত শূন্যকরণ ক্রেবিট ২০,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: জয়কলি প্রকাশনার জন্য ১লা জুলাই ২০০৬ তারিখে ১,৫০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হয় এবং যা প্রতিস্থাপনের জন্য আরও ১০,০০০ টাকা ব্যয করা হয়। অনুমান করা যাচ্ছে যন্ত্রটির আয়ুষ্কাল ১৪ বছর এবং উক্ত মেয়াদ শেষে মেশিনটি ১০,০০০ টাকার বিক্রি করা যেতে পারে। ২০০৬ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কত টাকা অবচয় দেখানো ঠিক বলে মনে কর?

    A
    ৫,০০০ টাকা

    B
    ৫,৫৫০ টাকা

    C
    ৫,৩৫৭ টাকা

    D
    ৫,৮৩৬ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: মি. তুহিল তার ক্যাফের জন্য ৮৭,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে। অনুমান করা হয় যে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য হবে ৭,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৮ বছর, এক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি অনুসারে ৬ষ্ঠ বছরের অবচয় হবে?

    A
    ৬,৫৬৫ টাকা

    B
    ৬,৭৬৭ টাকা

    C
    ৭,৭৬৬ টাকা

    D
    ৬,৬৬৭ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd