দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
 
  1. Question: নিচের কোনটি অবচয়ের কারণ নয়?

    A
    সম্পদ স্থানান্তর

    B
    ব্যবহারজনিত ক্ষতি

    C
    দুর্ঘটনাজনিত ক্ষতি

    D
    অপ্রচল

    Note: সম্পদ স্থানান্তদর অবচয়ের কারণ নয়।
    1. Report
  2. Question: ২০% সরল রৈখিক পদ্ধতিতে ২য় বছরের অবচয় ১,৪৪০ টাকা। সম্পত্তির ভগ্নাবশেষ মুল্য ধরা হয়েছে ১৮৫০ টাকা এর ক্রয়মূল্য কত ছিল?

    A
    ক্রয়মুল্য

    B
    একক প্রতি অবচয়

    C
    ভগ্নাবশেষ

    D
    অবচয়ের শতকরা হার

    Note: উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে, প্রথমে উৎপাদন একক বের করতে হয়। এরপর উৎপাদন একককে নির্দিষ্ট বছরে উৎপাদনের পরিমাণ দিয়ে গণ করে ঐ বছরের অবচয় নির্ণয় করা হয।
    1. Report
  3. Question: অবচয় সম্পত্তির-

    A
    কালের পরিবর্তন

    B
    ব্যবহারজনিত জীর্ণতা

    C
    ব্যবহারহীনতা

    D
    সবগুলোই

    Note: অবচয় হলো স্থায় সম্পত্তির ব্যবহার জনিত, ক্ষয়-ক্ষতিহীনতা, কালের বিবর্তন, অপ্রচলন, ব্যবহারহীনতা ইত্যাদি।
    1. Report
  4. Question: অবচয় দেখানো হয়-

    A
    ক্রয়-বিক্রয় হিসেবে

    B
    লাভ-ক্ষতি হিসেবে

    C
    লাভ-ক্ষতি বন্টন হিসাবে

    D
    স্থিতিপত্রে

    Note: অবচয় হলো এক ধরনের ব্যয়। আর অবচয় সঞ্চিতি হল বিপরীত ব্যয়ের উদাহরণ। অর্থাৎ অবচয়েল বিপক্ষে সমপরিমাণ অর্থ মুনাফা হতে প্রতিবছর সঞ্চিতি করে রাখা হয়। এটি উদ্বর্তপত্র বা স্থিতিপত্রে দেখানো হয়।
    1. Report
  5. Question: একটি ৪ বছর ব্যবহারযোগ্য মেশিনের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। ৪ বছর পর নিঃশেষমুল্য হবে ২৫৬ টাকা। ক্রমহ্রসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?

    A
    ৬০%

    B
    ২৫%

    C
    ৫০%

    D
    ৩০%

    Note: Not available
    1. Report
  6. Question: একটি মেশিনের ক্রয়মূল্য ৮০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্বাবশেষ মূল্য ১০,০০০ টাকা অবচয় হার কত?

    A
    ৩০%

    B
    ২৫%

    C
    ৫০%

    D
    ৩০%

    Note: Not available
    1. Report
  7. Question: সরলরৈখিক পদ্ধতিতে ৭ বছর আয়ুস্খাল সম্পন্ন একটি সম্পত্তি বার্ষিক অবচয় ৫০০০ টাকা। সম্পত্তির ক্রয় মূল্য ৪০০০০ টাকা হলে এর ভগ্বাবশেষ মূল্য কত টাকা হবে?

    A
    ৩৫০০ টাকা

    B
    ৩৫০ টাকা

    C
    ১০০০ টাকা

    D
    ৫০০০ টাকা

    Note: ভগ্নাবশেষ মুল্য = ক্রয়মূল - পুঞ্জিভূত অবচয় = ৪০,০০০ - (৫,০০০ x ৭) = ৫,০০০ টাকা
    1. Report
  8. Question: উৎপাদন একক পদ্ধতিতে নির্ণয় করার সময় বিবেদিত হয় না-

    A
    ক্রয়মূল্য

    B
    একক প্রতি অবচয়

    C
    ভগ্নাবশেষ মুল্য

    D
    অবচয়ের শতকরা হার

    Note: উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে, প্রথমে উৎপাদন একক বের করতে হয়। এরপর ঋৎপাদন একককে নির্দিস্ট বছরে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে ঐ বছরের অবচয় নির্ণয় করা হয়। উৎপাদন একক= ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য/মোট উৎপাদন ক্ষমতা সুতরাং উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয়ে অবচয়ের শতকরা হারের প্রয়োজন হয় না।
    1. Report
  9. Question: সরলরৈখিক হিসাবমান কমিটি অবচয় ধার্যের ক্ষেত্রে যে পদ্ধতির সুপারিশ করেছেন-

    A
    সরলরৈখিক পদ্ধতি

    B
    ক্রমহ্রাসমান জের পদ্ধতি

    C
    বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি

    D
    কোন সুপারিশ করেননি

    Note: আন্তর্জাতিক মান (IAS) কমিটি অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান পদ্ধতির সুপারিশ করেছেন।
    1. Report
  10. Question: আসবাবপত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রম হ্রাসমান পদ্ধতিতে ৩য় বর্ষে অবচয়ের পরিমাণ কত?

    A
    ২৪,০০০ টাকা

    B
    ২০,৭০০ টাকা

    C
    ১৯৬৬৩ টাকা

    D
    ১৯,৪৪০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd