Question: ২০% সরল রৈখিক পদ্ধতিতে ২য় বছরের অবচয় ১,৪৪০ টাকা। সম্পত্তির ভগ্নাবশেষ মুল্য ধরা হয়েছে ১৮৫০ টাকা এর ক্রয়মূল্য কত ছিল?
A
ক্রয়মুল্য
B
একক প্রতি অবচয়
C
ভগ্নাবশেষ
D
অবচয়ের শতকরা হার
Note: উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে, প্রথমে উৎপাদন একক বের করতে হয়। এরপর উৎপাদন একককে নির্দিষ্ট বছরে উৎপাদনের পরিমাণ দিয়ে গণ করে ঐ বছরের অবচয় নির্ণয় করা হয।
Note: অবচয় হলো এক ধরনের ব্যয়। আর অবচয় সঞ্চিতি হল বিপরীত ব্যয়ের উদাহরণ। অর্থাৎ অবচয়েল বিপক্ষে সমপরিমাণ অর্থ মুনাফা হতে প্রতিবছর সঞ্চিতি করে রাখা হয়। এটি উদ্বর্তপত্র বা স্থিতিপত্রে দেখানো হয়।
Question: সরলরৈখিক পদ্ধতিতে ৭ বছর আয়ুস্খাল সম্পন্ন একটি সম্পত্তি বার্ষিক অবচয় ৫০০০ টাকা। সম্পত্তির ক্রয় মূল্য ৪০০০০ টাকা হলে এর ভগ্বাবশেষ মূল্য কত টাকা হবে?
Question: উৎপাদন একক পদ্ধতিতে নির্ণয় করার সময় বিবেদিত হয় না-
A
ক্রয়মূল্য
B
একক প্রতি অবচয়
C
ভগ্নাবশেষ মুল্য
D
অবচয়ের শতকরা হার
Note: উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে, প্রথমে উৎপাদন একক বের করতে হয়। এরপর ঋৎপাদন একককে নির্দিস্ট বছরে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে ঐ বছরের অবচয় নির্ণয় করা হয়।
উৎপাদন একক= ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য/মোট উৎপাদন ক্ষমতা
সুতরাং উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয়ে অবচয়ের শতকরা হারের প্রয়োজন হয় না।