দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
 
  1. Question: অবচয় নিচের কোনটিতে হ্রাস করবে?

    A
    দায়

    B
    নগদ

    C
    ব্যাংক

    D
    মূলধন

    Note: অবচয় কে ব্যয় হিসেবে গণ্য করা হয। আর ব্যয়ের ফলে মূলধন হ্রাস পায়।
    1. Report
  2. Question: যন্ত্রপাতি কোন মুল্যের উপর ধরা যুক্তিযুক্ত?

    A
    ক্রয়মূল্যের উপর

    B
    বিক্রয়মূল্যের উপর

    C
    ঐতিহাসিক মূল্যের উপর

    D
    ক্রয় ও ঐতিহাসিক মূল্যের উপর

    Note: হিসাবিজ্ঞানের ক্রয়মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতি কারণে যন্ত্রপাতির ক্রয়মূল্য ঐতিহাসিক মূল্যৈর উপর অবচয় ধার্য করার যুক্তিযুক্ত। যা সরল রৈখিত পদ্ধতিতে হয়ে থাকে।
    1. Report
  3. Question: কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় আয়কর আইন দ্বারা স্বীকৃত?

    A
    অবচয় ভান্ডার

    B
    স্থির কিস্তি

    C
    ক্রমহ্রাসমান জের পদ্ধতি

    D
    বার্ষিক বীমা কিস্তি

    Note: ক্রমহাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় আয়কর আিইন দ্বারা স্বীকৃত।
    1. Report
  4. Question: অবচয় কোন খরচের বহির্ভূত?

    A
    বিক্রয়

    B
    বন্টন

    C
    পরিবর্তনশীল ব্যয়

    D
    স্থির ব্যয়

    Note: অবচয় বন্টন খরচের বহির্ভূত।
    1. Report
  5. Question: কোনটি ‘অবচয়’ ধার্যের পদ্ধতি না?

    A
    সরল রৈখিক পদ্ধতি

    B
    ক্রম হ্রাসমান জের পদ্ধতি

    C
    বার্ষিক সমকিস্তি পদ্ধতি

    D
    উদঘাটনমূলক পদ্ধতি

    Note: অবচয় ধার্যের পদ্ধতিগুলো হল- সরল রৈখিক পদ্ধতি, ক্রম হ্রাসমানজের পদ্ধতি, বর্ষসংখ্যা সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি, পুনঃমূল্যবান পদ্ধতি, বীমা কিস্তি পদ্ধতি প্রভৃতি। উদঘাটন মূলক পদ্ধতি নামে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারন করা হয় না।
    1. Report
  6. Question: আসবাবপত্রের ক্রয়মূল্য 1,20,000 টাকা, অবচয় সঞ্চিতি 20,000 টাকা, আসবাবপত্রের বই মূল্যের ওপর 10% হারে অবচয় দার্য করলে, অবচয় হবে-

    A
    10,000 টাকা

    B
    12,000 টাকা

    C
    13,000 টাকা

    D
    14,000 টাকা

    Note: এখানে বই মূল্য = ক্রয়মূল্য - অবচয় সঞ্চিতি = ১,২০,০০০ - ২০,০০০ = ১০০,০০০।
    1. Report
  7. Question: নিচের কোনটি অবচয় উদ্দেশ্যের অন্তর্বভূক্তি নয়?

    A
    প্রকৃত লাভ-ক্ষতি নিধৃারণ

    B
    উৎপাদন ব্যয় নির্ধারণ

    C
    কর দায় নিরুপন

    D
    মূলধন জাতীয় ব্যয় নির্ধারণ

    Note: মূলধন জাতীয় ব্যয় নির্ধারণ করা অবচয় ধার্যের কোন উদ্দেশ্যে নয়।
    1. Report
  8. Question: মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-

    A
    পাওনাদার হিসাব

    B
    মূলধন হিসাব

    C
    মজুরি হিসাব

    D
    যন্ত্রপাতি হিসাব

    Note: মেশিন সংস্থাপনের জন্য মজুরী খরচের জন্য মেশিন বা যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে।
    1. Report
  9. Question: ৪৫,০০০ টাকায় একটি যন্ত্রপাতির পরিবহন ব্যয় ২,১০০ টাকা ও স্থাপন খরচ ৬,০০০ টাকা। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বৎসর ও িঅনুমিত অবশিষ্ট মূল্য ৯,০০০ টাকা হলে সরলরৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয় হবে-

    A
    ১০,৬২০ টাকা

    B
    ৮,৮২০ টাকা

    C
    ৭,৩৮০ টাকা

    D
    ৭,২০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: কোন কোম্পানি জানুয়ারি ১, ২০০৬ সালে ৪,০০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বৎসর ও অনুমিত অবশিষ্ট মূল্য ১০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে ডিসেম্বর ৩১, ২০০৮ সালে পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ কত হবে?

    A
    ৮০,০০০ টাকা

    B
    ২,৪০,০০০ টাকা

    C
    ২.৩৪,০০০ টাকা

    D
    ১,৬৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd