Question: যন্ত্রপাতি কোন মুল্যের উপর ধরা যুক্তিযুক্ত?
A
ক্রয়মূল্যের উপর
B
বিক্রয়মূল্যের উপর
C
ঐতিহাসিক মূল্যের উপর
D
ক্রয় ও ঐতিহাসিক মূল্যের উপর
Note: হিসাবিজ্ঞানের ক্রয়মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতি কারণে যন্ত্রপাতির ক্রয়মূল্য ঐতিহাসিক মূল্যৈর উপর অবচয় ধার্য করার যুক্তিযুক্ত। যা সরল রৈখিত পদ্ধতিতে হয়ে থাকে।
Note: অবচয় ধার্যের পদ্ধতিগুলো হল- সরল রৈখিক পদ্ধতি, ক্রম হ্রাসমানজের পদ্ধতি, বর্ষসংখ্যা সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি, পুনঃমূল্যবান পদ্ধতি, বীমা কিস্তি পদ্ধতি প্রভৃতি। উদঘাটন মূলক পদ্ধতি নামে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারন করা হয় না।
Question: কোন কোম্পানি জানুয়ারি ১, ২০০৬ সালে ৪,০০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বৎসর ও অনুমিত অবশিষ্ট মূল্য ১০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে ডিসেম্বর ৩১, ২০০৮ সালে পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ কত হবে?