দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
 
  1. Question: অবচয় ধার্যের ফলে-

    A
    সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    B
    সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়

    C
    সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    D
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়

    E
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  2. Question: রেওয়ামিল তৈরি করার সময় ‘অবচয় সঞ্চিতি হিসাবের জের’ দেখানো হয়-

    A
    ডেবিট পার্শ্বে

    B
    অবচয়ের অংশ বলে দেখানো হয় না

    C
    ক্রেডিট পার্শ্বে

    D
    ক অথবা খ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: NPUAU কোম্পানি ২০০৫ সালের ১লা জানুয়ারি ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ও ব্যবহারিক আয়ুস্কাল ৫ বছর, ২০০৭ সালে ৩১ শে ডিসেম্বর সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় হিসাবের জের কত টাকা হবে?

    A
    ২,২৮,০০০ টাকা

    B
    ২,৫২,০০০ টাকা

    C
    ১৭২,০০০ টাকা

    D
    ১,৫২,০০০ টাকা

    E
    ১,৫৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: Anjaly কম্পিউটারস-এর দালান কোঠা ৫০,০০,০০০ টাকা। কম্পিউটার ২০,০০,০০০ টাকা, হার্ডডিক্স ১০,০০,০০০ টাকা, কম্পাক্ট ডিস্ক মজুদ ১০০,০০০ টাকা, ১০% হারে অবচয় কত হবে?

    A
    ৮,১০,০০০ টাকা

    B
    ৫,০০,০০০ টাকা

    C
    ৭০০,০০০ টাকা

    D
    ৮,০০,০০০ টাকা

    E
    ৭,৯০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: ১লা জানুয়ারি ২০০৬এ করিম গার্মেন্টস এর মেশিন হিসাবের জের ছিল ৫০,০০০ টাকা। ১লা আগস্ট ২০০৬ এ ১০,০০০ টাকার নতুন মেশিন ক্রয় এবং ১লা অক্টোবর ২০০৬ সালে ৫,০০০ টাকা ক্রয় মুল্যের মেশিন ৫,০০০ টাকাই বিক্রি করে। ১০% ক্রামহ্রাসমান জের পদ্ধতিতে ৩১শে ডিসেম্বর ২০৬ সনের সমাপ্ত বছরের অবচয় কত?

    A
    ৫২৯২.৬৭ টাকা

    B
    ৫২৯১.৭৬ টাকা

    C
    ৫২৯১.৬৭ টাকা

    D
    ৫১৯২.৬৭ টাকা

    E
    ৯৫২১.৬৭ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: ডেভ হোয়াটমোর তার জিমনেসিয়ামের জন্য ২০০৬ সালের শুরুতে একটি মেশিন ক্রয় করে ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১০ সালের ১লা জানুয়ারী যদি মেশিনটির বহিঃমূল্য ৯৪,২০৮ টাকা তবে মেশিনটির ক্রয়মূল্য কত টাকা?

    A
    ২,২০,০০০ টাকা

    B
    ১৩০,০০০ টাকা

    C
    ৩,৩০,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    E
    ২,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: মোহাম্মদ রবিউলের হোটেলের জন্য একটি সম্পত্তি ৬৩,০০০ টাকায় ক্রয় করে, এর ভগ্নাংবশেষ মূল্য যদি ৩,০০০ টাকা হয়। আয়ুস্কাল অনুমান করা হয় ৫ বছর। তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?

    A
    ১২,০০০ টাকা

    B
    ১৩,০০০ টাকা

    C
    ১২,৬০০০ টাকা

    D
    ১১,৬০০ টাকা

    E
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: হিউসল প্রা. লি. এর সম্পত্তির অবচয়যোগ্য মূল্য ৫,৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। অবচয় ধার্যের ক্ষেত্রে কোম্পানির সরল লেখিক পদ্ধতি অনুসরণ করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর। ৬ষ্ঠ বছরের অবচয় কত?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    ৫,৫০০ টাকা

    E
    ৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: লায়লা রাইস ফ্যঅক্টরীর ২০০৩ সালে একটি মেশিনের মূল্য ১২,০০,০০০ টাকা। যার ভগ্নাবশেষ মূল্য অনামান করা হয় ২,০০,০০০ টাকা এবং উৎপাদন করে ১,০০০ একক। মেশিনটির উৎপাদন ক্ষমতা ২০,০০০ একক উক্ত বছরের অবচয় কত হবে-

    A
    ৮২,০০০ টাকা

    B
    ১২,০০০ টাকা

    C
    ৩৮,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    E
    ৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাববিজ্ঞানের দৃষ্টিকোন থেকে অবচয় নির্ধারণের সময় তিনটি মৌখিক বিষয় বিবেচনা করতে হয়। এগুলো হল-

    A
    ব্যয়, অবচয় পদ্ধতি এবং ব্যবহার কাল

    B
    উৎপাদন একক, অবচয় পদ্ধতি এবং ব্যয়

    C
    ক্রয়মূল্য, ব্যবহারিক জীবন কাল ও ভগ্নাবশেষ মূল্য

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd