দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
  1. Question: একটি সরঞ্জাম (Equipment) তিন বছর আগে ৫০,০০০ টাকায় কেনা হয়। সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে সরঞ্জামাদি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয়। এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হল-

    A
    ২৫,০০০ টাকা ক্ষতি

    B
    ২২,০০০ টাকা মুনাফা

    C
    ২৭,৫০০ টাকা ক্ষতি

    D
    ২,৫০০ টাকা ক্ষতি

    Note: Not available
    1. Report
  2. Question: ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানী এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য কর। কিন্তু, ১৯৮৭ সালে কোম্পানী অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্ততে রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৯৮৪ সালে হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৮৭ ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?

    A
    ১৮,২৮০ টাকা

    B
    ১৫,৩৯০ টাকা

    C
    ১৫৩১০ টাকা

    D
    ১৬৩৯০ টাকা

    Note: আমরা জানি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে নির্দিষ্ট সময় (t) তম বছর শেষে সম্পত্তির বহিমূল্য (BV) = C x (1 - R)^t এখান থেকে পাওয়া যায় (C) = BV/(1 - R)^1 প্রশ্নে দেয়া আছে, BV = বহিঃ মূল্য (নির্দিষ্ট সময় শেষে) (Book Value) = 1,47,390 tfjf C = ক্রয়মূল্য (Cost) t = নির্দিস্ট সময় (Time) = ৩ বছর [১৯৮৪ সাল জানুয়ারী থেকে ১৯৮৭ জানুয়ারী পর্যন্ত] R = হার (অবচয় হার) (Rate) =১৫% = ১৫/১০০ = ০.১৫ সুতরাং, C = ১,৪৭,৩৯০/(১ - ০.১৫)^৩ = ১,৪৭,৩৯০/(১ - ০.৮৫)^৩ = ২,৪০,০০০ টাকা। সুতরাং তিন বছরের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মোট অবচয় ধার্য করা হয়েছে বা পুঞ্জিভূত অবচয় = (২,৪০,০০০ - ১,৪৭,৩৯০) = ৯২,৬১০ টাকা। এবার, সরল রৈখিক পদ্ধতিতে তিন বছরের অবচয়= অবচয়যোগ্র মুল্য x অবচয় হার = (২,৪০,০০০ x ০.১৫) = ৩৬,০০০ টাকা [ অবচয়যোগ্য মূল্য = ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মুল্য = (২৪০,০০০ - ০) = ২৪০,০০০ টাকা] সুতরাং সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয়েছে বা পুঞ্জিভূত অবচয় = (৩৮=৬,০০০ x ৩) = ১,০৮,০০০ টাকা অতএব সরল রৈখিক পদ্ধতি কার্যকর করার ফলে অবচয় হিসাবে বেশি দেখানো হবে = (১,০৮,০০০ - ৯২,৬১০) = ১৫,৩৯০ টাকা।
    1. Report
  3. Question: ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটি আসবাবপত্রের অবচয় করতে হবে যার ক্রয়মুল্য ৪,০০০ টাকা এবং অবচয়েল বার্ষিক হার ৫%। চতুর্থ বছরের শেষে জমাকৃত অবচয় ও আসবাবপত্রে অবলিখিত মূল্য হবে যথাক্রমে-

    A
    ৯০৪.৯=৮৭ টাকা ও ৩,০৯৫.১৩ টাকা

    B
    ৭৪১.৯৭ টাকা ও ৩,২৫৮.০৩ টাকা

    C
    ৮০০ টাকা ও ৩,২০৯০ টাকা

    D
    ৫৭০.৫০ টাকা ও ৩,৪৩৯.৫০ টাকা।

    Note: Not available
    1. Report
  4. Question: অবচিতির প্রয়োজনীয় সমন্বয় হল............. উদাহরণ।

    A
    দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বন্টনের

    B
    দুই বা ততোধিক সময়কালের মধ্যে রাজস্ব বন্টনে

    C
    একটি বকেয়া খরচ হিসাবে স্বীকার করে নেয়ার

    D
    একটি অলিখিত আয় হিসাবে স্বীকার করে নেয়ার

    Note: সম্পত্তি অর্জন বা ক্রয় ব্যয়কে তার দুিই বা ততোধিক (নির্দিষ্ট) আয়ুকালের মধ্যে নির্দিষ্ট হারে বন্টন করে দেয়ার জন্য অবচয় ধার্য করা হয়। সুতরাং অবচিতির (অবচয়) জন্য প্রয়োজহনীয় সমন্বয় হল দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বন্টনের উদাহরণ।
    1. Report
  5. Question: অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে-

    A
    প্লান্ট সম্পত্তির অপব্যবহার বন্ধ করা

    B
    কোম্পানির উদ্বর্তপত্রে প্লান্ট সম্পত্তির সুষ্ঠু বাজার মুল্য দেখানো

    C
    প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের উপর বন্টন করা

    D
    সম্পত্তি পুনঃ স্থাপনে চলতি ব্যয়ের পরিবর্তনের উপর নির্ভর করে প্লান্ট সম্পত্তির মূল্য হ্রাস লিপিবদ্ধ করা

    Note: সম্পত্তি অর্জনের জন্য কৃত মূলধন জাতীয় ব্যয়, উক্ত সম্পত্তির ব্যবহারযোগ্য নির্দিষ্ট আয়স্কালের (সময়কাল) মধ্যে উক্ত ব্যয় বন্টন করা রজন্য নির্দিষ্ট হারে মুনাফা বিপরীতে যে চার্জ করা হয, তা অবচয় নামে পরিচিত অর্থাৎ অবচয়েল প্রাথমিক উদ্দেশ্য হলো (স্থাবর) প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের (জীবনকালের) উপর বন্টন করা।
    1. Report
  6. Question: সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

    A
    বার্ষিক মুদ্রস্ফীতির সূচক

    B
    সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

    C
    সম্পত্তির ক্রয়মূল্য

    D
    সম্পত্তির আনুমানিক কাযকাল

    Note: Not available
    1. Report
  7. Question: অবচয় - কোন ধরনের প্রক্রিয়া?

    A
    মূল্যায়ন

    B
    ক্রয়মূল্য বন্টন

    C
    নগদান জমাকরণ

    D
    মূল্য বিশ্লেষণ

    Note: সম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য মুলধন জাতীয় এককালীন ব্যয় করা হয়ে থাকে। পরবর্তীতে উক্ত ব্যয়কে মুনাফার বিপরীতে একটি নির্দিষ্ট হারে সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকালের মধ্যে বন্ট করা হয়। যা সম্পত্তি অবচয় নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, অবচয় হল সম্পত্তির ব্যয়বন্টন প্রক্রিয়া। এই ব্যয় বন্টনকে ক্রয় মূল্য বন্টনও বলা হয়ে থাকে।
    1. Report
  8. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট বইমূল্য কত হবে?

    A
    ১৬০,০০০ টাকা

    B
    ২,৪০,০০০ টাকা

    C
    ১,৮০,০০০ টাকা

    D
    অন্য কোন সংখ্যা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি দীর্ঘ মেয়াদী মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আজ পর্যন্ত মেশিনের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। যদি আজকে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করা হয, তবে লাভ বা ক্ষতির পরিমাণ টাকায় হবে।

    A
    ২,০০০ টাকা ক্ষতি

    B
    ২,০০০ টাকা লাভ

    C
    ১২,০০০ টাকা লাভ

    D
    ৩২,০০০ টাকা ক্ষতি

    E
    ১২,০০০ টাকা ক্ষতি

    Note: প্রশ্নটিতে দেয়অ আছে, একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা এবং আজ পর্যন্ত পুঞ্জিভূকত অবচয় ২০,০০০ টাকা। সুতরাং আ মেশিনটির মূল্য/বহিমূল্য = (৫০,০০০-২০,০০০) = ৩০,০০০ আ৮জ ৩০,০০০ টাকার মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করলে ক্ষতি হবে (৩০,০০০-১৮,০০০) = ১২,০০০ টাকা।
    1. Report
  10. Question: সরল রৈখিত পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না, তা হলো-

    A
    একটি সম্পত্তির কার্যকর আয়ূকাল

    B
    নিঃশেষ মূল্য

    C
    সম্পত্তির স্থাপন ব্যয়

    D
    সম্পত্তির উপর প্রদত্ত ভ্যাট

    E
    সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের

    Note: সম্পত্তির অবচয নির্ণয় করার জন্য অনেক গুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সরল রৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয় নির্ধারণ করায় সময় যে বিশেষ তিনটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচিত হয় তা হল- i) সম্পত্তির ক্রয়মূল্য বা অর্জনমূল্য বা ক্রয়বহি মূল্য (সম্পদ অর্জনের সকল খরচ সহ) ii) সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকাল ও iii) সম্পত্তির আনুমানিক নিঃশেষিত বা ভগ্নাবশেষ মূল্য প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ঙ) সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের বিবেচনা করা হয়না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd