Question: মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের হিসাব পদ্ধতির ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন্ নীতির উপর নির্ভর্শীল?
A
B
C
D
E
চলমান ব্যবসায়
B
মিলকরণ
C
সামঞ্জস্যতা
D
পূর্ণ প্রকাশ
E
ঐতিহাসিক ব্যয়
Note: মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের হিসাব পদ্ধতির ব্যবহার করতে হবে। প্রথম বছর ক্রমহ্রাসমান অথবা সরল রৈখিক পদ্ধতি যেটােই ব্যবহার করে অবচয় ধার্য করা হোক উক্ত মেশিনৈর পরবর্তী জীবন কালগুলোতেও একই পদ্ধতিতে অপচয় ধার্য করতে হয়।