Question: স্থিতিপত্রে স্থায়ী সম্পদ কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়?
Aপ্রতিস্থাপন মূল্যে
Bক্রয়মূল্য বাদ অবচয়
Cআদয়যোগ্য মূ্ল্যে
Dকোনটিই নয়
Note: হিসাবিবিজ্ঞানের ঐতিহাসিক বা ক্রয়মূল্যনীতি অনুযায়ী স্থায়ী সম্পদ হিসাবভুক্ত করা হয়। পক্ষান্তরে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে সম্পত্তি অর্জন ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় গণ্য না করে মূলধন জাতীয় খরচ অর্থঅৎ সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে হিসাব-নিকাশের সময় সম্পত্তির ক্রয়মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয় উহাকে অবচয় খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তি ক্রয়মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছরগুলোতে খরচ হবে এই ধারণার ভিত্তিতে উদ্বর্তপত্রে সম্পদ পার্শে দোখানো হয়।