হিসাববিজ্ঞানের নীতিমালা
 
  1. Question: বকেয়া বেতন হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়?

    A
    রক্ষণশীলতা নীতি

    B
    আদায়করণ নীতি

    C
    বকেয়া নীতি

    D
    ক্রয়মূল্য নীতি

    Note: বকেয়া ভিত্তি বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী বকেয়া বেতন জাবেদায় অন্তর্ভূক্ত হয়।
    1. Report
  2. Question: কোন নীতি/রীতি দশ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানী ক্রয়ের সময়ই খরচ হিসাবে লিখার অনুমতি দেয়?

    A
    বস্তুনিষ্ঠতার ধারণা

    B
    চলমাণ ধারণা

    C
    বিশ্বাস যোগ্যতা

    D
    আর্থিকস্বত্ত্ব

    Note: হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতা অনুসারে ছোট ও কম মূল্যেরন সম্পত্তিকে সম্পত্তি হিসেবে প্রদর্শন করা যায়। তােই দশ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানী ক্রয়ের সময়ই খরচ হিসেবে লেখা যায়।
    1. Report
  3. Question: নিম্নের কোন সম্পদের ক্ষেত্রে রক্ষণশীলতা নীতি প্রযোজ্য নয়?

    A
    মজুদ পণ্য

    B
    বাজারযোগ্য সিকিউরিটি

    C
    দোনাদার

    D
    যন্ত্রপাতি

    Note: যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, এটি মূল্যমানের ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি প্রযোজ্য নয়।
    1. Report
  4. Question: স্থিতিপত্রে স্থায়ী সম্পদ কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়?

    A
    প্রতিস্থাপন মূল্যে

    B
    ক্রয়মূল্য বাদ অবচয়

    C
    আদয়যোগ্য মূ্ল্যে

    D
    কোনটিই নয়

    Note: হিসাবিবিজ্ঞানের ঐতিহাসিক বা ক্রয়মূল্যনীতি অনুযায়ী স্থায়ী সম্পদ হিসাবভুক্ত করা হয়। পক্ষান্তরে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে সম্পত্তি অর্জন ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় গণ্য না করে মূলধন জাতীয় খরচ অর্থঅৎ সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে হিসাব-নিকাশের সময় সম্পত্তির ক্রয়মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয় উহাকে অবচয় খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তি ক্রয়মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছরগুলোতে খরচ হবে এই ধারণার ভিত্তিতে উদ্বর্তপত্রে সম্পদ পার্শে দোখানো হয়।
    1. Report
  5. Question: সম্ভাব্য দেনাকে প্রকৃত দেনা হিসাবে দেখালে কোন ধরনের সঞ্চিতি তৈরি হয়?

    A
    মূলধন

    B
    সাধারণ

    C
    গোপন

    D
    বিশেষ

    Note: সম্ভাব্য দেনা বা দয়াকে প্রকৃত দেনা হিসেবে দেখালে তার বিপরীতে মুনাফা হতে বিশেষ সঞ্জিতি তহবিল তৈরি করে।
    1. Report
  6. Question: হিসাব বিজ্ঞানে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের আলাদা হিসাব স্বত্বা ধরা হয়?

    A
    এক মালিকানা

    B
    অংশীদারি

    C
    কোম্পানি

    D
    সবকটি

    Note: হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক স্বত্বক ধারণার নীতি অনুসারে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক থেকে আলাতদা ধরা হয়ে থাকে।
    1. Report
  7. Question: মূলধনকে উদ্বর্তপত্রে দায় হিসাবে দেখানো হয় হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে?

    A
    চলমান ধারণা

    B
    স্বত্বাধিকার ধারণা

    C
    প্রকাশ নীতি

    D
    দ্বৈতস্বত্বা ধারণা

    Note: হিসাব বিজ্ঞানের স্বত্বাধিকার ধারণা অনুসারে মালিককে তার কারবার হতে আঅদা গণ্য করা হয়। ফলে মালিক কর্তৃক প্রদত্ত মূলধনকে কারবারের দায় হিসেবে দেখানো হয়।
    1. Report
  8. Question: আর্থিক বিবরণীতেক সম্ভাব্য ব্যয়ের উল্লেখভ্য কোন রীতিকে সমর্থন করে?

    A
    সামঞ্জস্যতা

    B
    বকেয়া ধারণা

    C
    রক্ষণশীলতা

    D
    পূর্ণ প্রকাশ

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে সম্ভাব্য ব্যয় ও দায়কে আর্থিক বিবরণীতে উল্লেখ করতে হয়।
    1. Report
  9. Question: আদায়যোগ্য মূল্য (Reali9sable) বিবেচনা না করে ক্রয়মূল্য (cost price) হতে অবচয় বাদ দিয়ে স্থায়ী সম্পত্তির মূল্য (value) লিপিবদ্ধ করা হয় হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণা অনুসারে?

    A
    বকেয়া ধারণা

    B
    পূর্ণ প্রকাশকরণ নীতি

    C
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    D
    আদায়করণ নীতি

    Note: হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তিকে আদায়যোগ্য মুল্য বিবেচনা না করে ক্রয়মূল্য হতে অবচয় বাদ দিয়ে দেখানো হয়।
    1. Report
  10. Question: বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এটি হচ্ছে-

    A
    লিখনের ভুল

    B
    পরিপূরক ভুল

    C
    রীতিগত ভুল

    D
    কোন ভুল নয়

    Note: বিক্রয়ের উদ্দেশ্য সম্পত্তি ক্রয় করা হলে কব্রয় হিসাবে ডেবিট করতে হয়। সুতরাং এখানে কোন প্রকার বুল হয়নি।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd