Question: একটি প্রিন্টিং দোকান জুন ৩০ তারিখে রেস্টুরেন্ট মেনু প্রিন্ট বাবদ একজন গ্রাহককে ১,০০০ টাকা সেবা প্রদান করেছে। বকেয়অ টাকার জন্য গ্রাহকের নিকট জুলােই ৫ তারিখে গ্রাহকের নিকট হতে ১,০০০ টাকার একটি চেক গ্রহণ করা হয়েছে। প্রিন্টিং এর দোকান সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞানের নীতিমালা মেনে চলে এবং আয় স্বীকৃতি নীতি প্রয়োগ করে। ১,০০০ টাকার আয় কখন অর্জিত হয়েছে বলে বিবেচনা করতে হবে?
Question: ট্রেন্ডি খেলনা কোম্পানি প্রতিটি ৫০ টাকা দরে ১,০০০টি খেলনা ক্রয় করে। বছর শেষে ২০০টি খেলনা মজুদ রয়েছে যার প্রতিটি পুনঃস্থাপন ব্যয় ৪৫ টাকা। ব্যয় বা দামের মধ্যে মধ্যে যেটি কম সে অনুযায়ী সমাপনী মজুদের পরিমাণ হলো-
Question: বসুন্ধরা আবাসিক এলাকায় ১৯৯৮ সালে ক্রয়কৃত ১০,০০,০০০ টাকার একটি প্লটের বর্তমান বাজারমুল্য ২৫,০০,০০০ টাকা। প্লটটি বর্তমান বাজারমূল্যে হিসাবভুক্ত হলে যা ভঙ্গ হবে তা হলো-