হিসাববিজ্ঞানের নীতিমালা
 
  1. Question: ব্যবস্থাপনার দক্ষতা, মুনাফা অর্জনের ক্ষমতা, ব্যবসায়ের জন্য শক্তি ইত্যঅদি বিষয়গুলো হিসাববিজ্ঞানে অন্তর্ভুক্ত হয় না-

    A
    রক্ষণশীলতা অনুযায়ী

    B
    সামঞ্জস্য অনুযায়ী

    C
    বস্তুনিষ্ঠতা অনুযায়ী

    D
    আর্থিক মূল্যের একক ধারণা অনুযায়ী

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য নয়?

    A
    বিনিয়োগ এবং ঋণ প্রাপ্তিতে সহায়ক তথ্য প্রদান

    B
    সম্পত্তি, দায় এবং এদের পরিবর্তন সংক্রান্ত তথ্য প্রদান

    C
    ভবিষ্যৎ নগদ প্রবাহ নির্ধারণে সহায়ক তথ্য প্রদান

    D
    ব্যবসায়ের অবসায়ন মূল্য সংক্রান্ত তথ্য প্রদান

    Note: Not available
    1. Report
  3. Question: একটি প্রিন্টিং দোকান জুন ৩০ তারিখে রেস্টুরেন্ট মেনু প্রিন্ট বাবদ একজন গ্রাহককে ১,০০০ টাকা সেবা প্রদান করেছে। বকেয়অ টাকার জন্য গ্রাহকের নিকট জুলােই ৫ তারিখে গ্রাহকের নিকট হতে ১,০০০ টাকার একটি চেক গ্রহণ করা হয়েছে। প্রিন্টিং এর দোকান সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞানের নীতিমালা মেনে চলে এবং আয় স্বীকৃতি নীতি প্রয়োগ করে। ১,০০০ টাকার আয় কখন অর্জিত হয়েছে বলে বিবেচনা করতে হবে?

    A
    জুন ৩০

    B
    জুলাই ১

    C
    জুলাই ৫

    D
    জুলাই ২৫

    Note: Not available
    1. Report
  4. Question: ট্রেন্ডি খেলনা কোম্পানি প্রতিটি ৫০ টাকা দরে ১,০০০টি খেলনা ক্রয় করে। বছর শেষে ২০০টি খেলনা মজুদ রয়েছে যার প্রতিটি পুনঃস্থাপন ব্যয় ৪৫ টাকা। ব্যয় বা দামের মধ্যে মধ্যে যেটি কম সে অনুযায়ী সমাপনী মজুদের পরিমাণ হলো-

    A
    ৪০,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ৯,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: বসুন্ধরা আবাসিক এলাকায় ১৯৯৮ সালে ক্রয়কৃত ১০,০০,০০০ টাকার একটি প্লটের বর্তমান বাজারমুল্য ২৫,০০,০০০ টাকা। প্লটটি বর্তমান বাজারমূল্যে হিসাবভুক্ত হলে যা ভঙ্গ হবে তা হলো-

    A
    সময়কাল

    B
    রক্ষণশীলতা

    C
    সামঞ্জস্যতা

    D
    ঐতিহাসিক ব্যয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd