হিসাববিজ্ঞানের নীতিমালা
 
  1. Question: নিম্নের কোনটি হিসাব সত্ত্বার হিসেবে বিবেচিত হবে না?

    A
    নাভানা লিঃ

    B
    একটি মজুদ পণ্য

    C
    নাভানা লিঃ এর উৎপাদন বিভাগ

    D
    নাভানা লিঃ এর উৎপাদিত বিভাগের মোড়ক

    E
    কোনটিই নহে

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্জিতি রাখা হয়ে থাকে।
    1. Report
  2. Question: কোন্ নীতির বলে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়?

    A
    হিসাব কাল নীতি

    B
    ঐতিহাসিক মূল্যের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সবকটি

    E
    কোনটিই নহে

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়ে থাকে।
    1. Report
  3. Question: মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রয় মুল্য থেকে বিক্রিত পণ্যেল ব্যয় বাদ দেয়া হয়-

    A
    আয় আদায়করণ নীতি

    B
    মিলকরণ নীতি

    C
    ক্রয় মূল্য নীতি

    D
    পূর্ণ প্রকাশ নীতি

    E
    কোনটিই নয়

    Note: মিলকরণ নীতি অনুসারে সংশ্লিষ্ট হিসাবকালের আয়ের বিপরীতে সকল ব্যয়কে সমন্বয় করে ভাল বা ক্ষতি নির্ণয় করা হয়। সুতরাং মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয় মিলকরণ নীতি অনুসারে।
    1. Report
  4. Question: কোন্ নীতির বলে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়?

    A
    হিসাব কাল নীতি

    B
    ঐতিহাসিক মূল্যের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সবকটি

    E
    কোনটিই নহে

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়ে থাকে।
    1. Report
  5. Question: ‘ধারে বিক্রয়’ এর উপর নির্দিষ্ট হারে কু-ঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ?

    A
    রক্ষণশীলতা নীতি

    B
    সামঞ্জস্য নীতি

    C
    মিলকরণ নীতি

    D
    প্রকশ নীতি

    Note: ধারে বিক্রয়ের উপর নির্দিস্ট হারে কু-ঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
    1. Report
  6. Question: চলতি সম্পত্তি মূল্যায়িত হয়-

    A
    ক্রয় মূল্যে

    B
    বাজার মূল্যে

    C
    ক্রয় বা বাজার ‍মূল্যের যেটি কম

    D
    মূলধন জাতীয় ব্যয়

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে বিক্রয়যোগ্য চলতি হিসাবসমূহকে বাজার মূল্য ও লিখিত মূল্য বা ক্রয়মূল্যের যেটি কম মূল্যে মূল্যায়িত করা হয়ে থাকে।
    1. Report
  7. Question: যন্ত্রপাতি হিসাবে সংযোজন-

    A
    রাজস্ব জাতীয় ব্যয়

    B
    মেরামত খরচে ডেবিট করা হয়

    C
    ক্রয় হিসাবে ডেবিট করা হয়

    D
    মূলধন জাতীয় ব্যয়

    Note: যন্ত্রপাত হিসাবে সংযোজন করা হলে যন্ত্রপাতি বৃদ্ধ পায় না মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ হয়।
    1. Report
  8. Question: ফেরত শর্তে প্রেরিত পণ্য বিক্রয় হিসাবে গণ্য হয় না কোন নীতি অনুযায়ী?

    A
    আয় স্বীকৃতি নীতি

    B
    হিসাবকাল

    C
    ক্রয়মূল্য

    D
    রক্ষণশীলতা

    Note: হিসাব বিজ্ঞানের আয় স্বীকৃতির নীতি অনুসারে ফেরত শতেৃ প্রেরিত পণ্য বিক্রয় হিসাবে গণ্য করা হয়।
    1. Report
  9. Question: বিক্রিত পণ্যের ব্যয়কে খরচ হিসেবে দেখানো হয় হিসাববিজ্ঞান এর কোন নীতি অনুযায়ী?

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    আয়স্বীকৃত নীতি

    C
    আয়ব্যয় সংযোগ নীতি

    D
    পূর্ণপ্রকাশ নীতি

    Note: Not available
    1. Report
  10. Question: কোন সম্পত্তির ক্ষেত্রে ক্রয়মূল্য নীতি প্রযোজ্য?

    A
    চলতি সম্পত্তি

    B
    বিনিয়োগ

    C
    অস্পশ্র্বনীয় সম্পত্তি

    D
    স্থায়ী সম্পদ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd