হিসাববিজ্ঞানের নীতিমালা
 
  1. Question: একটি বড় ব্যবসায়ে অতি ছোট-খাট স্থায়ী সম্পত্তি (স্টীলের স্কেল ক্যালকুলেটর ইত্যাদি) মেটেরিয়ালিটি (গুরুত্ব) অনুসারে স্থায়ী সম্পত্তি হিসাব হয় নাই। হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর ভিত্তি করে এটি করা হয়েছে?

    A
    সামঞ্জস্য নীতি

    B
    সংরক্ষণশীলতা

    C
    মেটেরিয়ালিটি (গুরুত্ব)

    D
    চলমান নীতি

    Note: বড় ব্যবসায় প্রতিষ্ঠানের ছোট-খাট স্থায়ী সম্পত্তি (স্টীলের ক্যালকুলেটর ইত্যাদি) মেটেরিয়াল (গুরুত্ব) অনুসারে স্থায়ী সম্পত্তি হিসাব উদ্বর্তপত্রে দেখানো হয় না। এগুলোকে খরচ হিসেবে দেখানো হয়।
    1. Report
  2. Question: হিসাব বিদগণ ‘নীতি’ শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করেন?

    A
    অনুমান

    B
    কৌশল

    C
    কল্পনা

    D
    প্রমাণ

    Note: Not available
    1. Report
  3. Question: FASB কর্তৃক স্বীকৃত সর্বজনগ্রাহ্য নীতি কোনটি?

    A
    LAS

    B
    IFA

    C
    IRS

    D
    CAAP

    Note: Not available
    1. Report
  4. Question: হিসাব নীতির তাত্ত্বিক কাঠামোর প্রথম স্তরে কোনটি আলোচিত হয়?

    A
    হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য

    B
    হিসাবে উপাদানসমূহ

    C
    হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য

    D
    ধারণা নীতি ও সীমাবদ্ধতা

    Note: Not available
    1. Report
  5. Question: হিসাব বিজ্ঞান কীভাবে ব্যবসায়ের তথ্য প্রকাশ করে?

    A
    চিঠির মাধ্যমে

    B
    টেলিফোনের মাধ্যেমে

    C
    সরাসরি

    D
    বিবরণীর মাধ্যমে

    Note: Not available
    1. Report
  6. Question: হিসাব বিবরণীগুলোর ওপর নির্ভরযোগ্রতা বৃদ্ধি করে কী প্রয়োজন?

    A
    দক্ষ হিসাবরক্ষক

    B
    CA হোল্ডার

    C
    নিয়ম-নীতির অনুসরণ

    D
    সঠিক ভাষা শিক্ষা

    Note: Not available
    1. Report
  7. Question: হিসাব বিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য সফল করার জন্যে কী প্রবর্তন করেন?

    A
    LASC

    B
    GAAP

    C
    LAS

    D
    FASB

    Note: Not available
    1. Report
  8. Question: GAAP এর পূর্ণরূপ কোনটি?

    A
    Generally Accounting accepted principles

    B
    Generally Accounting accounting principles

    C
    Generally accepted accounts principles

    D
    Generally accepted accounting principles

    Note: Not available
    1. Report
  9. Question: “Every Business run in its own way with own entity" কারবার হতে মালিককে আলাদা সত্তা হিসাবে গণ্য করা হয়। উক্তিটিতে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রকাশ পেয়েছে-

    A
    হিসাবকাল

    B
    কারবারি সত্তা

    C
    ক্রয়নীতি

    D
    দ্বৈতসত্তা

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাব সমীকরণ, সম্পদ = মূধলন + দায় হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী-

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    কারবারী সত্তা

    C
    আদায়করণ নীতি

    D
    দ্বৈত ফলাফল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd