হিসাববিজ্ঞানের নীতিমালা
 
  1. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?

    A
    বকেয়অ ধারণা

    B
    আদায়করণ নীতি

    C
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    D
    পূর্ণ প্রকাশকরণ নীতি

    Note: হিসাববিজ্ঞানের চলমান ধারণা অনুসারে করা হয় যে কান ব্যবসায় প্রতিষ্ঠান অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই জন্য সম্পত্তি ক্রয়কে ক্রয় ব্যয় হিসাব বা মুনাফা জাতীয় ব্যয় গণ্য না করে মূলধন জাতীয় খরচ অর্থাৎ সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে হিসাব- নিকাশের সময় সিম্পত্তির ক্রয় মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয় উহাকে অবচয় খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তির ক্রয় মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছর গুলোতে খরচ হবে এই ধারণর ভিত্তিতে উদ্বর্তপত্রে সম্পদ পার্শে দেখানো হয়। আর অবচয় ব্যয় বা সম্পত্তির ব্যবহার ব্যয় লাভ-ক্ষতি হিসাব খরচ বা ব্যয় হিসেবে দেখানো হয়। অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণার কারণেই স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়।
    1. Report
  2. Question: হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে:

    A
    সমাপ্তি মজুদের মূল্যায়ন

    B
    ঐতিহাসিক নীতি

    C
    মূধন সংরক্ষণ

    D
    কোম্পানি আইনের বিধি বিধান

    E
    গোপন সঞ্চিতি

    Note: হিসাব বিজ্ঞানের পরিচালনা সংক্রান্ত নির্দেশনাবলীকে তিন ভাবে ভাগ করা যায়। যথা- (১) ধারণা (২) নীতি (৩) সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার প্রভাবগুলো হলো বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা এবং রক্ষণশীলতার সীমাবদ্ধতা। রক্ষণশীলতার সীমাবদ্ধতা নির্দেশ করে যে- যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি সম্পত্তি ও মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকবে। যেমন- সমাপনি মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে কম মূল্যটি বিবেচনা করা। সুতরাং হিসাব নীতির একটি প্রতিবন্ধকতা হচ্ছে সমাপ্তি মজুদের মূল্যায়ন।
    1. Report
  3. Question: আর্থিক বিবরণী তৈরির ভিত্তি হল-

    A
    হিসাববিজ্ঞানের ধারণাসমূহ

    B
    হিসাববিজ্ঞানের প্রথাসমূহ

    C
    হিসাববিজ্ঞানের নীতিসমূহ

    D
    উপরের সবকটি

    Note: আর্থিক বিবরণী তৈরির ভিত্তি এখানের সবগুলোই।
    1. Report
  4. Question: একটি কোম্পানি বছরের পর বছর একই হিসাব পদধতি ও নীতি ব্যবস্থা করাকে বলে:

    A
    Comparability

    B
    Reliability

    C
    Consistency

    D
    Materiality

    Note: কোন কোম্পানিতে বছরের পর বছর একই হিসাব পদ্ধতি ও নীতির ব্যবহার করাকে Consistency বলা হয়।
    1. Report
  5. Question: আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী?

    A
    আয়স্বীকৃতি

    B
    ব্যয় স্বীকৃতি

    C
    সময়কাল

    D
    চলমান প্রতিষ্ঠান

    Note: হিসাববিজ্ঞানের হিসাবকাল বা সময়কাল নীতি অনুসারে প্রতিষ্ঠানের চলমান জীবকনকালকে নির্দিস্ট সময়ে ভাগ করা হয় এবং উক্ত সময়ের জন্য আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করে নীট আয় বা ক্ষতি নির্ণয় করা হয় এবং ‍উদ্বর্তপত্রের মাধ্যমে সম্পতিদ্ত- দেনাদার পমিাণ প্রদর্শন করা হয়। সুতরাং হিসাবকাল নীতি অনুসারে আয় বিবরণী প্রস্তুত করা হয়।
    1. Report
  6. Question: অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় নিম্নের কোন নীতির কারণে?

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    ব্যয় সংক্রান্ত নীতি

    C
    ব্যবসায় চলমান নীতি

    D
    রক্ষণশীলতা

    Note: হিসাববিজ্ঞানের চলমাননীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। আর অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে এ নীতি অনুসারে যে পদ্ধতিতে বেশি অবচয় ধার্য হবে সে পদ্ধতি নির্বঅচন করতে হবে।
    1. Report
  7. Question: অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে খরচ হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে?

    A
    বস্তুনিষ্ঠতার নীতি

    B
    তাৎপর্য পূর্ণতার নীতি

    C
    সুবিবেচনার নীতি

    D
    চলমান নীতি

    Note: হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে অল্প মূল্যের সম্পত্তি যদিও দীর্ঘ জীবন ধারী হয়, তবুও ইহা খরচ হিসাবে দেখানো হয়। যেমনঃ স্টীলের স্কেল ক্রয় খরচ।
    1. Report
  8. Question: মজুদপণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবছর FIFO পদ্ধতি ব্যবহার করে। এ প্রয়োগ হিসাববিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল?

    A
    চলমান নীতি

    B
    পূর্ণ প্রকাশের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সামঞ্জস্যতার নীতি

    Note: সামঞ্জস্যতা/ধারাবাহিকতা/স্থিরতা নীতি অনুসারে কোম্পান হিসাব নিকাশের ক্ষেত্রে বছরের পর বছর একই পদ্ধতি বা নীত অনরুসরণ করবে।
    1. Report
  9. Question: চলমান নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠান নিম্নের কোনটির অন্তর্ভূক্ত হবেঃ

    A
    নিকট ভবিষ্যতে বিলুপ্ত হবে

    B
    অন্য একটি প্রতিষ্ঠান দ্বারা ক্রয়কৃত হবে

    C
    ব্যবসায়ের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলবে

    D
    অনন্তকাল ধরে ব্যবসা চলবে

    Note: হিসাববিজ্ঞানের চলমান নীতি অনুসারে ধরে নেয়া হয় যে ব্যবসায় প্রতিষ্ঠান একবার চালু হলে তা অনন্ত কাল ধরে চলবে।
    1. Report
  10. Question: নিম্নের কোন নীতি অনুযায়ী Beximco Ltd. এর কার্যক্রম Beximco Pharmacutical Ltd. এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত হবেঃ

    A
    চলমান নীতি

    B
    সত্ত্বার নীতি

    C
    হিসাব বর্ষের নীতি

    D
    প্রকাশের নীতি

    Note: হিসাববিজ্ঞানের ব্যবসায় স্বত্ত্বা নীতি অনুসারে ব্যবসায়কে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়। এবং মালিকের প্রদত্ত মূধনকে ব্যবসায়ের দায় হিসেবে গণ্য করা হয়। এ নীতির কারণেই Beximco Ltd. এর কার্যক্রম Beximco Pharmacutical Ltd. এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd