Question: হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?
A
B
C
D
বকেয়অ ধারণা
B
আদায়করণ নীতি
C
চলমান প্রতিষ্ঠান ধারণা
D
পূর্ণ প্রকাশকরণ নীতি
Note: হিসাববিজ্ঞানের চলমান ধারণা অনুসারে করা হয় যে কান ব্যবসায় প্রতিষ্ঠান অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই জন্য সম্পত্তি ক্রয়কে ক্রয় ব্যয় হিসাব বা মুনাফা জাতীয় ব্যয় গণ্য না করে মূলধন জাতীয় খরচ অর্থাৎ সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে হিসাব- নিকাশের সময় সিম্পত্তির ক্রয় মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয় উহাকে অবচয় খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তির ক্রয় মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছর গুলোতে খরচ হবে এই ধারণর ভিত্তিতে উদ্বর্তপত্রে সম্পদ পার্শে দেখানো হয়। আর অবচয় ব্যয় বা সম্পত্তির ব্যবহার ব্যয় লাভ-ক্ষতি হিসাব খরচ বা ব্যয় হিসেবে দেখানো হয়। অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণার কারণেই স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়।