হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: সম্পত্তির ওপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয় কেন?

    A
    মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায়

    B
    প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ

    C
    মালিক ও পাওনাদারের নিকট প্রতিষ্ঠান ঋণী

    D
    প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের নিকট টাকা পায়

    Note: Not available
    1. Report
  2. Question: কি. ককির তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে ৭,০০,০০০ টাকার গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে হিসাব সমীকরণে কী হয়েছে?

    A
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    B
    মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    C
    মোট দায় ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    D
    মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা হ্রাস পেল

    Note: Not available
    1. Report
  3. Question: রেড লাইট একটি নতুন কলম উৎপাদনকারী প্রতিষ্টান। ব্যবসায়ের পরিচিতির জন্যে ১,০০০টি কলম বিনামূল্যে রাজ্যের ডিগ্রি কলেজের ছাত্রদের মধ্যে বিতরণ করেন। হিসাব সমীকরণে এর প্রভাব কী?

    A
    A হ্রাস ও বৃদ্ধি

    B
    A হ্রাস ও OE বৃদ্ধি

    C
    A বৃদ্ধি ও OE বৃদ্ধি

    D
    OE হ্রাস ও বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  4. Question: জয়কলি লাইব্রেরি বাংলাবাজার থেকে বই ক্রয় করে আনার জন্যে গাড়ি ভাড়া ১,০০, টাকা প্রদান করে। জয়কলি লাইব্রেরি হিসাব সমীকরণে এর প্রভাব কী?

    A
    সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

    B
    সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার

    C
    স্বত্বাধিকার হ্রাস ও সম্পত্তি হ্রাস

    D
    স্বত্বাধিকার হ্রাস ও দায় হ্রাস

    Note: Not available
    1. Report
  5. Question: ব্যবসায়ের ভাষা বলা হয়-

    A
    হিসাববিজ্ঞানকে

    B
    হিসাবরক্ষণকে

    C
    আর্থিক বিবরণীকে

    D
    তথ্যকে

    E
    ব্যবস্থাপাকে

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যবসায় ব্যবস্থাপনার মৌলিক উপাদান হিসেবে বর্তমানে ব্যাপকভাবে সর্বজন স্বীকৃত হল-

    A
    লেনদেন

    B
    হিসাবরক্ষণ

    C
    হিসাববিজ্ঞান

    D
    যৌথমুলধনী কোম্পানী

    E
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  7. Question: হিসাব হল হিসাববিজ্ঞান ............. ধাপ?

    A
    শেষ ধাপ

    B
    শ্রেণিবদ্ধকরণ

    C
    সংক্ষিপ্তকরণ

    D
    লিপিবদ্ধকরণ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: ব্যবস্থাপনা তার যাবতীয় কার্যক্রম সঠিকবাবে পরিচালনা করে কিসের উপর ভিত্তি করে-

    A
    হিসাববিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় নিম্নের কোনটি-

    B
    লেনদেন শনাক্তকরণ

    C
    লেনদেন বিশ্লেষণ

    D
    আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

    E
    লেনদেন যাচাইকরণ

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাববিজ্ঞান কি-

    A
    কলা

    B
    বিজ্ঞান

    C
    তথব্যবস্থা

    D
    ক + খ

    E
    সবকটি

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাববিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় নিম্নের কোনটি-

    A
    লেনদেন শনাক্তকরণ

    B
    লেনদেন বিশ্লেষণ

    C
    লেনদেন লিপিবদ্ধকরণ

    D
    আর্থিক বিবরণী প্রস্ততকরণ

    E
    লেনদেন যাচাইকরণ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd