হিসাবের বই সমুহ
 
  1. Question: ক্রয় বই ও ক্রয় হিসাবের মধ্যে পার্থক্য কি?

    A
    প্রথমটি খতিয়ান, পরেরটি জাবেদা

    B
    প্রথমটি জাবেদা পরেরটি খতিয়ান

    C
    এদের মধ্যে কোন পার্থক্য নাই

    D
    কোনটিই নয়

    Note: ক্রয় বই হলো ক্রয় জাবেদা এবং ক্রয় হিসাব হলো খতিয়ান।
    1. Report
  2. Question: সমাপনী দাখিলার উদ্দেশ্য কি?

    A
    সকল হিসাব সমাপ্ত করা

    B
    ব্যীক্তবাচক হিসাব সমাপ্ত করা

    C
    নামিক হিসাব সমাপ্ত করা

    D
    সম্পত্তিবাচক হিসাব সমাপ্ত করা

    Note: হিসাবকাল শেষে নামীক হিসাবসমূহ বন্ধ করা হলো সমাপনী দাখিলার উদ্দেশ্য।
    1. Report
  3. Question: ক্রয় বই ও ক্রয় হিসাবের মধ্যে পার্থক্য কি?

    A
    প্রথমটি খতিয়ান, পরেরটি জাবেদা

    B
    প্রথমটি জাবেদা পরেরটি খতিয়ান

    C
    এদের মধ্যে কোন পার্থক্য নাই

    D
    কোনটিই নয়

    Note: ক্রয় বই হলো ক্রয় জাবেদা এবং ক্রয় হিসাব হলো খতিয়ান।
    1. Report
  4. Question: কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?

    A
    পাপ্ত কমিশন

    B
    প্রাপ্ত বাট্টা

    C
    প্রাপ্ত সুদ

    D
    প্রাপ্ত ভাড়া

    Note: প্রাপ্ত বাট্টা নগদ টাকার পাওয়া যায় না। কারণ, পাওনাদারকে পরিশোধের সময় যে অর্থ পাওয়া যায় তাই প্রাপ্ত বাট্টা।
    1. Report
  5. Question: কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?

    A
    প্রাপ্ত কমিশন

    B
    প্রাপ্ত বাট্টা

    C
    প্রাপ্ত সুদ

    D
    প্রাপ্ত ভাড়া

    Note: প্রাপ্ত বাট্টা নগদ টাকার পাওয়া যায় না। কারণ, পাওনাদারকে পরিশোধের সময় যে অর্থ ছাড় পাওয়া যায় তার প্রাপ্ত বাট্টা।
    1. Report
  6. Question: নিম্নের কোনটি হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ?

    A
    খতিয়ান

    B
    অনুপাত বিশ্লেষণ

    C
    আর্থিক বিবরণী

    D
    কার্যপত্র তৈরি

    Note: হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ দুটি।
    1. Report
  7. Question: ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে-

    A
    বিক্রয় জাবেদায়

    B
    আন্তঃফেরত জাবেদায়

    C
    বহিঃফেরত জাবেদায়

    D
    বহিঃফেরত হিসাব

    Note: ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করা হয়।
    1. Report
  8. Question: ১ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুমন ১০% কারবারী বাট্টায় ৩/১০; n/২০ শর্তে কিছু পণ্য মি. সুজনের নিকট বিক্রয় করে। যদি ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুজন উক্ত লেনদেন বাবদ ৯০,০০০ টাকা প্রদান করে তবে মি. সুমনের মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা ছিল?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ১,০৩,০৯৩ টাকা

    C
    ৯৯,০০০ টাকা

    D
    ১,১০,০০০ টাকা

    Note: যেহেতু মি. সুজন নগদ বাট্টা সময়কালের (অক্টোবর ১০) মধ্যে পরিশোধ করে নাই তাই সে নগদ বাট্টা পাবে না। শুধুমাত্র কারবারী বাট্টা পাবে। এক্ষেত্রে বিক্রয়ে পরিমাণ হবে= ৯০০০ x ১০০/৯০ = ১,০০,০০০ টাকা।
    1. Report
  9. Question: যদি পণ্যদ্রব্য প্রতিষ্ঠানে প্রদান রো হয় তাহলে কোন ক্রেডিট করতে হবে?

    A
    নগদান হিসাব

    B
    দাতব্য প্রতিষ্ঠান হিসাব

    C
    ক্রয় হিসাব

    D
    বিক্রয় হিসাব

    Note: Not available
    1. Report
  10. Question: তিতঘরা নগদান বইয়ে মোট কয়টি Column তাকে?

    A
    ১৪টি

    B
    ১২টি

    C
    ৮টি

    D
    ৬টি

    Note: তিনঘরা নগদান বইয়ে ঘর থাকে ১৪টি।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd