হিসাবের বই সমুহ
 
  1. Question: দু’তরফা দাখিলা হিসাবরক্ষণ পদ্ধতি সর্বপ্রথম প্রবর্তিত হয়-

    A
    ইংল্যান্ডে

    B
    যুক্তরাষ্ট্রে

    C
    ইতালিতে

    D
    জাপানে

    Note: হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি ছিলেন ইতালির নাগরিক। তিনিই সর্বপ্রথম ইতালিতে দ’তরফা দাখিলা হিসাবরক্ষণ পদ্ধতি প্রবর্তিত করেন।
    1. Report
  2. Question: একটি মেশিন স্থাপনের জন্য 5,000 টাকা মজুরী খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-

    A
    মজুরী হিসাব

    B
    যন্ত্রপাতি হিসাব

    C
    অবচয় হিসাব

    D
    মেরামত হিসাব

    Note: হিসাববিজ্ঞানের ঐতিহাসিক মূল্যনীীত বা ক্রয় মূল্যনীতি অনুসারে কোন সম্পত্তি তার ক্রয়মূল্যে লিপিবদ্ধ হবে। এবং সম্পত্তিটি অর্জন করতে বা কার্যক্ষম করতে বা সম্পত্তিটি ক্রয় করে কার্যস্থলে আনা, বসানো প্রভৃুতি কাজের মাধ্যমে ব্যবহার উপযোগী করতে যত ব্যয় হবে, ঠিক তত টাকা দ্বারা সম্পত্তি হিসাবটি ডেবিট করতে হবে। ফলে স্থাপন খরচের জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে।
    1. Report
  3. Question: বিক্রয় জাবেদার যোগফল অন্তর্ভুক্ত হয়-

    A
    সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে

    B
    বিক্রয় খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে

    C
    সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে

    D
    দৈনিক বিক্রয় বহির ডেবিট দিকে

    Note: (খ) বিক্রয় খতিয়ান বা বিক্রয় হিসাবের সাধারণ হিসাব নামে কোন হিসাব নেই এবং তার ক্রেডিট বা ডেবিট কোন পাশ্র্ব ও নেই। ফলে এটি সঠিক উত্তর হবে না। (গ) সাধারণ খতিয়অনের বিক্রয় হিসাবের ডেবিট পাশ্র্ব দ্বারা বিক্রয় হিসাব এর হ্রাস বুঝায়। কিন্তু বিক্রয় জানেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি বুঝায়। ফলে এটি ও উত্তর হতে পারে না। (ঘ) দৈনিক বিক্রয় বহিতে শুধুমাত্র দৈনিক ধারে বা বাকীতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ফলে এটি ও উত্তর হতে পারে না। যেহেতু বিক্রয় জাবেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও প্রাপ্য বা দেনাদার বৃদ্ধি বোঝায়। সুতরাং বিক্রয় জাবেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও প্রাপ্য বা দেনাদার বৃদ্ধি বোঝায়। সুতরাং বিক্রয় জাবেদার যোগফল (ঙ) সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পার্শে অন্তর্ভুক্ত বা লিখা হয় বা দোখানো হয়?
    1. Report
  4. Question: ক্রয় বহিতে যা লিপিবদ্ধ করা হয়-

    A
    সকল ক্রয়

    B
    নগদ ক্রয়

    C
    বাকীতে ক্রয়

    D
    বাকিতে বিক্রয়

    Note: বিশেষ জাবেদা বহি ক্রয় বহিতে সাধারণত ধারে বা বাকীতে পণ্য দ্রব্য বা মালামাল (যা বিক্রয়ের উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্য নয়) ক্রয় লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  5. Question: উত্তোলনের উপর সুদ 250 টাকার জন্য ডেবিট করতে হবে-

    A
    উত্তোলন হিসাব

    B
    নগদান হিসাব

    C
    অবচয় হিসাব

    D
    বেতন হিসাব

    Note: মালিক কর্তৃক নগদ উত্তোলনের উপর যে সুদ ধরা হয় (পণ্য উত্তোলনরে উপর সাধারণত সুদ ধরা হয় নবা) তা বনগদ েআদায় করা হয় না। তাই এ সুদ উত্তোলন হিসাবে ডেবিট করে মালিকানা স্বত্ত্ব বা মালিকের মসূলধনকে হ্রাস করা হয়। ফলে উত্তোলনের উপর সুদ 250 টাকার জন্য উত্তোলন হিসাব ডেবিট করা হবে।
    1. Report
  6. Question: একটি ব্যবসায়ের জন্য 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হল, কার্যস্থলে আনার জন্য 1,000 টাকার বহন খরচ দেয়া হল, বসানো খরচ 4,000 টাকা, যার মধ্যে বসানোর জন্য মজুরী খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত। কত টাকা ডেবিট করে যন্ত্রপাতি হিসাব খোলা হবে?

    A
    50,000 টাকা

    B
    54,000 টাকা

    C
    55,000 টাকা

    D
    53,000 টাকা

    Note: হিসাবিজ্ঞানের GAAP সমর্থিত নীতিমালা ক্রয় মূল্যনীতি অনুযায়ী কোন সম্পত্তি অর্জন করার জন্য বা সম্পত্তিটিকে কার্যপযোগী করার জন্য যত টাকা খরচ হবে ঠিক তত টাকা দ্বারা যন্ত্রপাতি নামে হিসাব খুলে ডেবিট করতে হবে। সুতরাং যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হবে (50,000 + 1,000 + 4,000) 55,000 টাকা। নতুন করে বসানোর জন্য মজুরী খরচ 2,000 টাকা যোগ করার প্রয়োজন নাই। কারণ তা বসানোর খরচের সাথে অন্তর্ভুক্ত আছ।
    1. Report
  7. Question: ক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয়-

    A
    ক্রয় হিসাবের ক্রেডিট দিকে

    B
    দৈনিক ক্রয় বহির ডেবিট দিকে

    C
    ক্রয় বহির ক্রেডিট দিকে

    D
    ক্রয় হিসাবরে ডেবিট দিকে

    Note: শুধুমাত্র ধারে পণ্য ক্রয়সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদায়। ধারে পণ্য ক্রয়ের হিসাব ও পাওনাদার (দেয়) হিসাব বৃদ্ধি পায়। ক্রয় েএক প্রকার ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাই ক্রয় বই বা ক্রয় জাবেদার যোগফল স্থানান্তর করা হয়। ক্রয় হিসাব বা ক্রয় খতিয়ানের ডেবিট পাশে।
    1. Report
  8. Question: 1992 সনে েএকটি ক্লাব চাঁদাবাবদ মোট 76,000 টাকা পায়। বছর শেষে জানা যায় যে এর মধ্যে 6,000 টাকা গত বছরে ও 10,000 টাকা 1993 সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখনটি হবে-

    A
    নগদান হিসাব ডেবিট 70,000 টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট 70,000 টাকা

    B
    নগদান হিসাব ডেবিট 76,000 টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট 76,000 টাকা

    C
    নগদান হিসাব ডেবিট 60,000 টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট 60,000 টাকা

    D
    নগদান হিসাব ডেবিট 66,000 টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট 66,000 টাকা

    Note: যখন চাঁদা পাওয়া যায় তখন এর সঠিক জাবেদা চাওয়া হয়েছে অতএব চাঁদা বাবদ আয় 76,000 টাকা এর জাবেদা দাখিলা দিতে হবে। চাঁদা নগদ টাকা পাওয়ায় নগদ টাকা নামক সম্পত্তি বৃদ্ধি পয়। ফলে নগদান হিসাব ডেবিট হবে 76,000 টাকা দ্বারা। অপরদিকে চাঁদা প্রাপ্তি উক্ত ক্লাবের আয়। তাই এর দ্বারা আয় বর্ধিত হওয়ায় প্রাপ্তচাঁদা (আয়) হিসাব ক্রেডিট করতে হবে 76,000 টাকা দ্বারা।
    1. Report
  9. Question: একটি নির্দিষ্ট সময়কালে বিক্রয় লেনদেগুলি ছিল নিম্নরূপ- (1) করিমের নিকট ধারে বিক্রয় 50,000 টাকা (2) কালামের নিকট নগদ বিক্রয় 35,000 টাকা (3) রোকনের নিকট বাকীতে বিক্রয় 25,000 টাকা (4) করিম কর্তৃক বিক্রীত মাল ফেরত 5,000 টাকা। বিক্রয় বিহিতে মোট কত টাকা হবে?

    A
    1,10,000 টাকা

    B
    1,05,000 টাকা

    C
    70,000 টাকা

    D
    75,000 টাকা

    Note: শুধুমাত্র বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় বিক্রয় বহিতে। ফলে (2) কালামের নিকট নগদ বিক্রয় 35,000 টাকা এবং (4) করিম কর্তৃক বিক্রীত মাল ফেরত 5,000 টাকা লেনদেন দুটি বিক্রয় বহিতে লেখা হবে না। শুধুমাত্র (1) করিমো নিকট ধারে বিক্রয় 50,000 টাকা এবং (3) রোকনের নিকট বাকীতে বিক্রয় 25,000 টাকা লেনদেন দুটি বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হবে। ফলে বিক্রয় বহিতে মোট (50,000 + 25,000) = 75,000 টাকা লিপিবদ্ধ করা হবে।
    1. Report
  10. Question: নগদান বইয়ের নগদ কলামে ক্রেডিট অংশে 200 টাকার জের থাকলে আমরা মনে করবো-

    A
    আমরা যা পেয়েছি তার চাইতে 200 টাকা বেশি ব্যয় করেছি

    B
    আমাদের হাতে নগদ 200 টাকা রয়েছে

    C
    হিসাব রক্ষক ভুল করেছে

    D
    কেহ নগদ 200 টাকা চুরি করেছে

    Note: নগদান বেই সব সময় ডেবিট জের প্রকাশ করে। কারণ নগদ টাকা/নগদান বই সম্পত্তিবাচক হিসাব। কখনও ইহা শুদ্ভভাবে ক্রেডিট জের জের প্রকাশ করতে পারে না। যদি কখন ও নগদান বই ক্রেডিট জের প্রকাশ করে তবে বুঝতে হবে হিসাবরক্ষক কোথায় ভুল করেছেন।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd