হিসাবের বই সমুহ
 
  1. Question: নিচের কোন বিবরণীটি সঠিক-

    A
    ক্রয় বইতে বস ধরনের ক্রয় লিপিবদ্ধ করা হয়

    B
    কারবারী বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়

    C
    বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়

    D
    আন্তঃফেরত বইয়ের যোগফল আন্তঃফেরত হিসাবে

    Note: (ক) বক্তব্যটি তিশ্যা কারণ ক্রয় বইতে শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়। সবধরনের ক্রয় (নগদে ক্রয়) লিপিবদ্ধ করা হয় না। (খ) কারবারী বাট্টা নগদান বইতে লেখা হয় না, ইহা শুধুমাত্র তালিকামূল্য হতে বাদ দিয়ে দেখানো হয়। (ঘ) বক্তব্যটি কোন অর্থবোধক বক্তব্য নয় ফলে এটিও মিথ্যা। (গ) বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় মাল লিপিবদ্ধ করা হয় বক্তব্যটি সম্পূর্ণ সত্য।
    1. Report
  2. Question: কোন ধরনের দাখিলা বাধ্যতা মূলক নয়?

    A
    সমাপনী দাখিলা

    B
    বিপরীত দাখিলা

    C
    সমন্বয়ী দাখিলা

    D
    প্রারম্ভিক দাখিলা

    Note: হিসাববিজ্ঞানের হিসাবচক্রের ধাপগুলোর মধ্যে বিপরীত দাখিলা প্রদান বাধ্যতামূলক নয়। এটি হলো ঐচ্ছিক ধাপ।
    1. Report
  3. Question: কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যয় সাপেক্ষ?

    A
    একমালিকানা

    B
    অংশীদারি

    C
    যৌথমূলধনী

    D
    সমবায়

    Note: একমালিকানা কারবারের জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যয় সাপেক্ষে ব্যপার।
    1. Report
  4. Question: একাউন্টিং চক্র দ্বারা কি বোঝায়?

    A
    হিসাব প্রক্রিয়ায় পুনরাবৃত্তি

    B
    ব্যবসায় পুনরাবৃত্ত

    C
    জাবেদা পুনরাবৃত্তি

    D
    খতিয়ানের পুনরাবৃত্তি

    Note: একাউন্টিং চক্র বা হিসাব চক্র দ্বারা হিসাব প্রক্রিয়ার পুনরাবৃত্তিকে বোঝায়।
    1. Report
  5. Question: হিসাব T ছকে মোট কলাম কতটি?

    A
    ৬টি

    B
    ৭টি

    C
    ৮টি

    D
    ১০টি

    Note: হিসাবের T ছকে ডেবিট পাশে চারটি ক্রেডিট পাশে চারটি মোট আটটি ঘর বা কলাম থাকে।
    1. Report
  6. Question: বাংলাদেশে হিসাবিজ্ঞান নীতিমালা ইস্যু করে কে?

    A
    ICAB

    B
    IASB

    C
    ICMAB

    D
    IASC

    Note: বাংলাদেশে হিসাববিজ্ঞান নীতিমালা ইস্যু করে ICAB.
    1. Report
  7. Question: হিসাব শাস্ত্রের ইতিহাস কোনটি?

    A
    সনাতন

    B
    মধ্যযুগীয়

    C
    আধুনিক

    D
    মানব সভ্যতা সংশ্লিষ্ট

    Note: হিসাব শাস্ত্রের বা বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতই পরানো।
    1. Report
  8. Question: প্রাচীন কালে চীন দেশের লোকেরা কিসের মাধ্যমে হিসাব রাখত?

    A
    শ্লেট পাথর

    B
    আইভরি প্লেট

    C
    এ্যাবাকাস

    D
    রঙ্গিন সতায় গিট

    Note: Not available
    1. Report
  9. Question: কারবারি বাট্টা নগদান বই এর কোন দিকে বসে?

    A
    ডেবিট এর দিকে

    B
    ক্রেডিট এর দিকে

    C
    ডেবিট ও ক্রেডিট উভয় দিকে

    D
    কোনো দিকেই বসে না

    Note: নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন সমূহ লেখা হয়। কারবারি বাট্টা আসলে কোন লেনদেন নয়। পণ্যের ক্রয়মূল্য হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় বা রিবেত দেয়াকে কারবারি বাট্টা বলা হয়। সুতরঅং ইহা নগদান বইতে লেখা হয় না।
    1. Report
  10. Question: কারবারের সামগ্রিক নগদ অবস্থা জানার উদ্দেশ্যে প্রস্তুত করা হয় কোনটি?

    A
    জাবেদা

    B
    নগদান

    C
    খতিয়ান

    D
    ব্যাংক জমার সমন্বয়

    Note: কারবারের সামগ্রিক নগদ লেনদেন সমূহ লিখে রাখা হয়। আর এটি প্রস্তুতের মূল কারণ হল কারবারের সামগ্রিক নগদ অবস্থার পরিমাণ অর্থ ছাড় বা রিবেত দেয়াকে কারবরি বাট্টা বলা হয়। সুতরাং িইহা নগদান বইতে লেখা হয় না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd