Question: নিচের কোন বিবরণীটি সঠিক-
A
B
C
D
ক্রয় বইতে বস ধরনের ক্রয় লিপিবদ্ধ করা হয়
B
কারবারী বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়
C
বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়
D
আন্তঃফেরত বইয়ের যোগফল আন্তঃফেরত হিসাবে
Note: (ক) বক্তব্যটি তিশ্যা কারণ ক্রয় বইতে শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়। সবধরনের ক্রয় (নগদে ক্রয়) লিপিবদ্ধ করা হয় না। (খ) কারবারী বাট্টা নগদান বইতে লেখা হয় না, ইহা শুধুমাত্র তালিকামূল্য হতে বাদ দিয়ে দেখানো হয়। (ঘ) বক্তব্যটি কোন অর্থবোধক বক্তব্য নয় ফলে এটিও মিথ্যা। (গ) বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় মাল লিপিবদ্ধ করা হয় বক্তব্যটি সম্পূর্ণ সত্য।