হিসাবের বই সমুহ
 
  1. Question: অগ্রিম ভাড়া পাওয়া গেল, জাবেদা হবে-

    A
    দেয় ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    নগদান ডেবিট, অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট

    C
    ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট

    D
    নগদান ডেবিট, ভাড়া আয় ক্রেডিট

    Note: ভাড়া অগ্রিম পাওয়া গেলে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পায় আর ভাড়া আয় অগ্রিম পাওয়ার অগ্রিম ভাড়া নামক দায় বৃদ্ধি পায়। সুতরাং িএর জন্য জাবেদা এন্টিট্র হবে নগদান হিসাব ডেটিব ও অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট।
    1. Report
  2. Question: ধারে ক্রয়কৃত পন্য ফেরত দেয়া হলে ক্রেতা বিক্রেতাকে যে নোট প্রদান করে তাকে বলে-

    A
    ক্রেডিট নোট

    B
    ডেবিট নোট

    C
    ক্রেডিট ভাউচার

    D
    ডেবিট ভাউচার

    Note: ধারে ক্রয়কৃত যখন ফেরত দেয়া হয় তখন উক্ত পণ্যের বিবরণ সম্বলিত ক্রেতা বিক্রেতাকে যে চিঠি পাঠায় তার নাম ডেটিব নোট।
    1. Report
  3. Question: দেনাদারের ৮০০ টাকার জের হতে পূর্ণ নিষ্পত্তিতে ৭৬০ টাকা পাওয়া গেল। তিঘরা নগদান বইতে দেখানো হবে-

    A
    নগদান ডেবিট ৮০০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    B
    নগদান ডেবিট ৮৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    C
    নগদান ডেবিট ৭৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    D
    নগদান ডেবিট ৮০০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    Note: দেনাদারের ৮০০ টাকার জের নিষ্পত্তিতে ৭৬০ টাকা পাওয়া গেলে তিনঘরা নগদান বইয়ে ডেবিট পাশে নগদ কলামে ৭৬০ টাকা এবং বাট্টার ঘরে ৪০ টাকা দেখাতে হবে।
    1. Report
  4. Question: একজন পওনাদারের ৯০০ টাকা জের হতে পূর্ণ নিষ্পত্তিতে ৮৬০ টাকা দেয়া হল। তিনঘরা বহিতে দেখানো হবে-

    A
    নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    B
    নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    C
    নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    D
    নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    Note: পাওনাদারের পাওনা পরিশোধ করা হলে নগদ টাকা চলে যায় আর এজন্য কিছু টাকা ছাড় পাওয়া গেল উক্ত ছাড় বাট্টা প্রাপ্তি হিসাবে ক্রেডিট করা হয়। তিনঘরা নগদান বইয়ের ক্রেডিট পাশে দেখানো হয়। সুতরাং তিনঘরা নগদান বইয়ের নগদ কলামে ক্রেটি করা হবে ৮৬০ টাকা এবং বাট্টা কেলামে (ক্রেডিট) হবে (৯০০-৮৬০)=৪০ টাকা।
    1. Report
  5. Question: ক্রেডিট নোট পাওয়া গেল।েোন বইতে লেখা হবেঃ

    A
    ক্রয় ফেরত বহি

    B
    বিক্রয় বহি

    C
    ক্রয় বহি

    D
    বিক্রয় ফেরত বহি

    Note: বিক্রেতার কাছে ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে বা কোনো ভুল সংশোধন করার জন্য বিক্রেতা ক্রেতার হিসাবকে ক্রেডিট করে তা ক্রেতাকে সুতরাং ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়।
    1. Report
  6. Question: বিক্রয় চালান প্রথম কোথায় লেখা হয়?

    A
    নগদান বহি

    B
    বিক্রয় বহি

    C
    ক্রয় বহি

    D
    বিক্রয় হিসাব

    Note: বিক্রেতা কর্তৃক ধারে বিক্রীত পণ্যের পরিমাণ, দর, মোট মূল্য ইত্যাদি যে কাগজে লেখা হয় তাকে বিক্রয় চালান বলা হয়। এর সাহায্যে বিক্রেতা বিক্রয় বই প্রস্তুত করে থাকে।
    1. Report
  7. Question: ABC লিমিটেড ধারে আসবাবপত্র ক্রয় করল। এই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তা হল-

    A
    জাবেদা

    B
    বিক্রয় জাবেদা

    C
    সাধারণ জাবেদা

    D
    ক্রয় ফেরত জাবেদা

    Note: ধারে সম্পত্তি ক্রয় সংক্রান্ত লেনদেন সাধারণত সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে।
    1. Report
  8. Question: ব্যাংক ব্যবসা মূলত নির্ভরশীল-

    A
    বিশ্বাসের উপর

    B
    অবিশ্বাসের উপর

    C
    অসাধুতার উপর

    D
    ক+খ

    E
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  9. Question: বর্তমানে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে অধিকাংশ লেনদেন সম্পাদিত হয়-

    A
    নগদ টাকার মাধ্যমে

    B
    ব্যাংকের মাধ্যমে

    C
    বাকীতে

    D
    ক + খ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: ব্যাংক শব্দটি উদ্ভব হয়েছে ইতালীর শব্দ-

    A
    Bank থেকে

    B
    Bang থেকে

    C
    Banco থেকে

    D
    Banko থেকে

    E
    Banki থেকে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd