হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ?

    A
    খতিয়ান

    B
    অনুপাত বিশ্লেষণ

    C
    আর্থিক বিবরণী

    D
    কার্যপত্র তৈরি

    Note: হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ দুটি।
    1. Report
  2. Question: ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে-

    A
    বিক্রয় জাবেদায়

    B
    আন্তঃফেরত জাবেদায়

    C
    বহিঃফেরত জাবেদায়

    D
    বহিঃফেরত হিসাব

    Note: ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করা হয়।
    1. Report
  3. Question: ১ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুমন ১০% কারবারী বাট্টায় ৩/১০; n/২০ শর্তে কিছু পণ্য মি. সুজনের নিকট বিক্রয় করে। যদি ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুজন উক্ত লেনদেন বাবদ ৯০,০০০ টাকা প্রদান করে তবে মি. সুমনের মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা ছিল?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ১,০৩,০৯৩ টাকা

    C
    ৯৯,০০০ টাকা

    D
    ১,১০,০০০ টাকা

    Note: যেহেতু মি. সুজন নগদ বাট্টা সময়কালের (অক্টোবর ১০) মধ্যে পরিশোধ করে নাই তাই সে নগদ বাট্টা পাবে না। শুধুমাত্র কারবারী বাট্টা পাবে। এক্ষেত্রে বিক্রয়ে পরিমাণ হবে= ৯০০০ x ১০০/৯০ = ১,০০,০০০ টাকা।
    1. Report
  4. Question: যদি পণ্যদ্রব্য প্রতিষ্ঠানে প্রদান রো হয় তাহলে কোন ক্রেডিট করতে হবে?

    A
    নগদান হিসাব

    B
    দাতব্য প্রতিষ্ঠান হিসাব

    C
    ক্রয় হিসাব

    D
    বিক্রয় হিসাব

    Note: Not available
    1. Report
  5. Question: তিতঘরা নগদান বইয়ে মোট কয়টি Column তাকে?

    A
    ১৪টি

    B
    ১২টি

    C
    ৮টি

    D
    ৬টি

    Note: তিনঘরা নগদান বইয়ে ঘর থাকে ১৪টি।
    1. Report
  6. Question: দু’তরফা দাখিলা পদ্ধতি কে উদ্ভাবন করেন ও কত সালে?

    A
    লুকা প্যাসওলি, ১৮৯২

    B
    লুকা প্যাসিওলি, ১৪৯৪

    C
    এম.এন মিশ্র, ১৮৯২

    D
    এম.এন মিশ্র, ১৪৯২

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতি ১৪৯৪ সালে লুকা প্যসিওলি আবিষ্কার করেন।
    1. Report
  7. Question: ব্যবসায়িক প্রতিষ্ঠান মূলত কত রকমের খতিয়ান তৈরী করে থাকে?

    A
    তিন রকমের

    B
    দুই করমের

    C
    চার রকমের

    D
    পাঁচ রকমের

    Note: ব্যবসায়িক প্রতিষ্ঠান মূলত দুই প্রকার খতিয়ান তৈরী করে থাকে।
    1. Report
  8. Question: হিসাবের জের একই খতিয়ানের অন্যত্র বা ভিন্ন খতিযঅনে নেওয়া হলে b/d ব্যবহার করা হয়-

    A
    b/f

    B
    c/o

    C
    b/d

    D
    c/f

    Note: হিসাবের জের একই খতিয়ানের অন্যত্র বা ভিন্ন খতিয়ানে নেওয়া হলে b/d ব্যবহার করা হয়।
    1. Report
  9. Question: একজন কম্পিউটার ব্যবসায়ী নগদে বিক্রীর সময় ৫% বাট্টা প্রদান করেন। ইহা কোন প্রকার বাট্টা?

    A
    কারবারী বাট্টা

    B
    নগদ বাট্টা

    C
    ক্রয় বাট্টা

    D
    বিক্রয় বাট্টা

    Note: পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয় কালে যে বাট্টা প্রদান করা হয় তাকে কারবারী বাট্টা বলে।
    1. Report
  10. Question: জাবেদা দাখিলা স্থানান্তরিত করা উচিত-

    A
    হিসাব নম্বর অনুসারে

    B
    বর্ণের ক্রমিকঅনুসারে

    C
    কালের ক্রমানুসারে

    D
    টাকার পরিমাণ অনুসারে

    Note: জাবেদা দাখিলা স্থানান্তরিত করা উচিত কালের বা তারিখের ক্রমানুসারে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd